স্তন ক্যান্সার শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৫:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

স্তন ক্যানসার ভয়াবহ আকার ধারণ করছে সারা বিশ্বে। সঠিক সময়ে শনাক্ত করতে না পারলে প্রতিক🐓ার সম্ভব হয় না। তবে সম্প্রতি একটি মার্কিন গবেষণায় উঠে এসেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা- এ আই স্তন ক্যান্সার শনাক্তে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সোমবার প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের একটি প্রতিবেদনে এ খবর প্রকাশিꦐত হয়।

প্রতিবেদনে বলা হয়, স্তন-স্ক্রিনিং প্রোগ্রাম ম্যামোগ্রাফি স্ক্রিনিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দারুণ ফল পেয়েছেন গবেষ🅘করা। এআই দিয়ে স্ক্যান করা হলে স্তন ক্যান্সার শনাক্ত হওয়ার সম্ভাবনা ২১ শতাংশ বেশি এমনটাই দাবি করছেন গবেষকরা।

এই গবেষণা করা হয় ১২ মাস ধরে। পুরো সময়ে রেডিওলজি জায়ান্ট র‌্যাডনেটের মালিকানাধীন এআই ফার্ম ডিপহেলথ ৭ লাখ ৪৭🌟 হাজার ৬০৪ জন নারীর ওপর ম্যামোগ্রাফি স্ক্রিনিং করে। গবেষণার পর রেডিওলজিক্য🌳াল সোসাইটি অব নর্থ আমেরিকার (আরএসএনএ) বার্ষিক সভায় এই ফল উপস্থাপন করেন তারা।

অনুষ্ঠানে জানানো হয়, গবেষণার আওতাধীন🧸 নারীদের অনেকে ম্যামোগ্রাফিতে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের এআই সফটওয়্যার বেছে নেন। আ🧔র এদের ক্যানসার শনাক্তের হার বাকিদের তুলনায় ৪৩ শতাংশ বেশি। তবে তবে স্তন ক্যান্সারের উচ্চ ঝুঁকিতে থাকা নারীদের ওপরই শুধু এআইয়ের পরীক্ষা চালানো হয়। ফলে ৪৩ শতাংশ বেশি শনাক্ত হারকে বিবেচনায় নেওয়া হয়নি। পরে সার্বিকভাবে এই হার ২২ শতাংশ বলে জানানো হয় এবং শেষ পর্যন্ত তা ২১ শতাংশের কম নয় বলে যুক্তি উপস্থাপন করা হয়।

চিকিৎসকের চোখ এড়িয়ে গেলেও ওই সফটওয়্যার চোখ এড়াতে পারে না ক্যান্সারের জীবাণু। যার কারণে ম🎉্যামোগ্রাফিতে এআইকে ‘দ্বিতীয় চোখ’ হিসেবে বিবেচনা করা হয়।