‘লাল সিং চাড্ডা’ বয়কটের ট্রেন্ড ছড়িয়েছেন আমির, দাবি কঙ্গনার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৪, ২০২২, ১২:২২ পিএম

বলিউড সুপারস্টার আমির খানের আসন্ন সিনেমা ‘লাল সিং চাড্ডা’। কয়েকদিন পরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ♈কিন্তু তার আগিই শুরু হয়েছে নানান বিতর্ক। অমির খান অভিনীত সিনেমাটি বয়কটের ডাকও দিয়েছেন নেটিজেনদের একাংশ।

তবে এ প্রসঙ্গে বলিউডের ‘🥂কুইন’ কঙ্গনা রাণৌত বলেছেন অন্য কথা। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে বয়কটের ট্রেন্ড নিজেই ছড়িয়েছেন আমির খান।

এ বিষয়ে ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেন, “আমার বিশ্বাস, লাল সিং চাড্ডা ঘিরে এত বিতর্ক এসব আমির নিজেই তৈরি করেছে। 🍒এই বছর কোনো সিনেমাই চলেনি কেবল সিক্যুয়েল ছাড়া। একমাত্র দক্ষিণী সিনেমা সাফল্য পেয়েছে। আর সেখানে হলিউড রিমেক তো ব্যবসা করতেই পারবে না।”

কঙ্গনা আরও বলেন, “হিন্দি সিনেমাকে বুঝতে হবে দর্শক কী চাইছে!𒁏 আমির খান হিন্দু ফোবিক পিকে বানাক বা ভারতকে অসহিষ্ণু বলুক, নিজের জীবনের সেরা সিনেমা তিনি দিয়েই দিয়ে📖ছেন। তাই এগুলো বন্ধ করুন। এর ফলে তাদের বাজে অভিনয় আর বাজে সিনেমাই প্রচার পায়।”

আরও পড়ুন: ‘ইন্ডিয়া’ নাম মুছে ফেলতে চান কঙ্গনা

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আমিরের পুরোনো একটি সাক্ষাৎকার ভাইরাল হয়। এতে ভারতের ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে কথা বলেন তিনি। সেটির জের ধরেই সিনেমাটি বয়কটের ডাক দেয় নেটিজেনদের একাংশ। ২০১৫ সালের সেই ভিডিওতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করেছিলেন আমির খান। রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম পুরস🌞্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।

আরও পড়ুন: দেশদ্রোহিতার অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে মামলা

অনুষ্ঠানে আমির বলেছিলেন, “গত ৭-🦩৮ মাস ধরে ভারতজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতা চলছে। সমাজের মানু𒆙ষের মধ্যে ‘নিরাপত্তাহীনতা’ এবং ‘ভয়’ কাজ করছে।”

এই ঘটনায় সেই সময় আমিরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ꦫমামলাও হয়। এমনকি তাকে চড় মারার জ💞ন্য এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

আরও পড়ুন: কঙ্গনাকে কারাগারে পাঠানো উচিত, বললেন শিখ নেতা

এদিকে সবকিছু ঠিক থাকলে আগামী ১১ আগস্ট মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’। আমির ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন— কারিনা কাপুর, মনা সিং, নাগা চৈতন্য প্রমুখ। সিনেমাটির পরিচালক ‘সিক্রেট সুপারস্টার’খ্যাত পরিচালক অদ্বৈত চন্দন। আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছে ভায়াকম।