অনন্তকে ‘পরাণ’ দেখে পরান ঠান্ডা করতে বললেন রাফি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৫, ২০২২, ০২:৩৪ পিএম

‘দিন দ্য ডে’ সিনেমার নায়ক অনন্ত জলিলকে পরাণ দেখার আমন্ত্রণ জানিয়েছেন পরিচালক রায়হাꦜন রাফি। বৃহস্পতিবার (১৪ জুলাই) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অনন্তকে এ আহবান জানান♕।

রায়হান রাফি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেꦬ লিখেন, ‍‍“শ্রদ্ধেয় বড় ভাই, ছোট ভাইয়ের সিনেমার সাফল্যে এত জেল💖াসি ফিল করলে তো ‘চাপ দ্য প্রেশার’ বাড়বে। কুল ব্রো‍‍!!”

আরও পড়ুন: অনন্তকে ইমম্যাচিউর বললেন পরীমনি!

রাফি আরও লেখেন, ‍‍“ভুঁইফোড় অখ্যাত অনলাইন পত্রিকার ভুয়া নিউজ শেয়ার না করে, আসেন পরাꦚণ দেখে পরান🎐টা ঠান্ডা করে যান। আপনাকে ‘পরাণ’ দেখার আমন্ত্রণ দিলাম। সবগুলো বাংলা ছবি দেখুন, জয় হক বাংলা চলচ্চিত্রের। আজকের ব্লকবাস্টার সিনেমাস এ হাউসফুল।‍‍”

আরও পড়ুন: সেই প্রতিবন্ধী ভক্তের চিকিৎসা করাবেন অনন্ত!

বৃহস্পতিবার সকালে অনন্তর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি সংবাদ শেয়ার করতে দেখা যায়। সংবাদের শিরোনাম  ‘হ🐻লে পরাণের দর্শক নাই, সোশ্যাল মিডিয়াতে ফাঁকা আওয়াজ’। আর এরই জবাবে রায়হান রাফি এসব লেখেন।

এদিকে পরাণ সিনেমার অভিনয়শিল্পীরা বৃহস্পতিবার বিকেলে দর্শকদের সঙ্গে পরাণ সিনেমা দেখতে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে আসেন𒅌। পরিচালক রাফি এক ফেসবুকে🌞 ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায় বিকেলের শো‍‍টি হাউসফুল।

 

আরও সংবাদ