ডিপজলের দাবি ‘এমন কোনো বক্তব্য তিনি দেননি’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২২, ২০২২, ০২:০৬ পিএম

আলোচনায় থাকতে পছন্দ করেন মনোয়ার হোসেন ডিপজল। তাই তো ফেসবুক থেকে গণমাধ্যমে তিনি বেশ সরব। সম্প্রতি তিনি আবারও আলোচনায় এসেছিলেন, প্রযোজক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতার ঘোষণা ও মনোনয়নপত্র জমা দিয়ে। কিছু গণমাধ্যম খবর প্রচার করে, মনোনয়ন জমা দেওয়ার সময় ডিপজল বলেছিলেন, শিল্পী সমিতির সহসভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিন♑ি। প্রযোজক সমিতির নির্বাচন করতে গেলে শিল্পী সমিতির পদ থেকে পদত্যাগ করতে হবে। আইন নাকি এমনই। 

তꦚবে তার এমন বক্তব্যকে মিথ্যাচার বলে অবহিত করে ডিপজল জানান, এমন কোনো বক্তব্য তিনি দেননি। শিল্পী সমিতি থেকে তিনি পদত্যাগ করবেন না। এ পদে থেকেই প্রযোজক সমিতির নির্বাচনে দাঁড়াবেন।

🌟বর্তমানে চিকিৎসার্থে বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন ডিপজল। সেখান থেকেই গণমাধ্যমে বিষয়টি পরিষ্কার করলেন এ অভিনেতা।

ডিপজল বলেন, ‘গণমাধ্যমের বরাত দিয়ে যে সংবাদ পরিবেশিত হয়েছে, তা ঠিক নয়। আমি এ ধরনের কোনো বক্তব্য কারও কাছে দিইনি। এখানে তথ্যগত বিভ্রাট রয়েছে। এটি হয়তো অনেকে জানে না বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। মূল বিষয় হচ্ছে, শিল্পী সমিতিতে নির্বাচিত নꦏেতৃবৃন্দের কেউ যদি অন্য সংগঠনে নির্বাচন করতে চায়, তাহলে সে করতে পারবে। তবে অন্য সংগঠনের নির্বাচিত নেতৃবৃন্দ শিল্পী সমিতিতে নির্বাচন করতে পারবে না। এটাই হচ্ছে শিল্পী সমিতির গঠনতন্ত্রের বিধান। এ বিষয়টিকে অনেকে ভুলভাবে উপস্থাপন করছেন। না জেনে এভাবে তথ্যবিভ্রাট করা উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘আমি শিল্পী সমিতির সিনিয়র সভাপতি। এ পদে থেকেই প্রযোজক ও পরিবেশক সমিতিতে নির্বাচন করব। এতে সাংগঠনিক কোনো বাধা নেই। আমারও পদত্যাগের দরকার হবে না।’