বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে পাকিস্তান। টানা পাঁচ ম্যাচ জিত✃ে সবার আগে সেমি ফাইনাল নিশ্চিত করেছে বাবর আজমের দল। দা𝄹পড়ের সঙ্গেই ভারত, নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছে পাকিস্তান। শেষ চারে অজিদের বিপক্ষে সে দাপড়ই বজায় রাখতে চান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে বাবর আজম বলেন, ‘‘আমরা একে অপরের ক্ষমতা সম্পর্কে ভালোই জানি। দল হিসাবে আমর🍌া খেলছি। তাই এত ধারাবাহিকভাবে খেলতে পারছি। স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লে-তে ভালো খেলতে না পারলেও পরে মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক দুর্দান্ত খেলেছে। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে তারা। এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আশা করি সেমিফাইনালেও এভাবেই খেলব আমরা।’’
অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে বেশ সতর্ক পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। তবে আমরাও তৈরি। দুইদলের কাছেই খুব কঠিন ম্যাচ। তবে একজন ক্রিকেটার▨ হিসাবে এই ধরনের ম্যাচের জন্য সব সময় তৈরি থাকি।’’
প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের উপরে খুব বেশি চাপ নিতে চান না শোয়েব। তিনি বলেন, ‘‘স🦄েমিফাইনাল হলেও একে আরও একটা ম্যাচ হিসাবে ভাবছি আমরা। এখন থেকেই আমরা পরিকল্পনা তৈরি করছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সব রকমের প্রস্তুতি নিয়েই নামব আমরা।’’