ভারতের ‘নিয়ম রক্ষার‍‍’ ম্যাচ আজ

ফারজানা ববি প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ০২:৪৬ পিএম

বিশ্বকাপের স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে ভারতের। আফগানি♔স্তান-নিউজিল্যান্ড ম্যাচ𒈔ে কিউইদের জয়ই ভাগ্য নির্ধারণ করে দেয় বিরাট কোহলিদের। ‘বি’ গ্রুপে সমান ৮ পয়েন্ট নিয়ে পাকিস্তান ও নিউজিল্যান্ড পৌঁছে গেছে সেমি ফাইনালে। আজ নামিবিয়ার বিপক্ষে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ভারত খেলবে কেবল নিয়ম রক্ষার ম্যাচ।

সুপার টুয়েলভ থেকে সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের যাত্রা শুরু হয়। যে প্রত্যাশা নিয়ে বিশ্বকাপের আসরে পা রಞেখেছিলেন বিরাট কোহলিরা, তার কিছুই পূরণ হয়নি। উপরন্তু অপ্রত্যাশিত খারাপ খেলেছে দল।

প্রথম টানা দুই ম্যাচে গ্রুপের দুই শক্তিশালী দল নিউজিল্যান্ড ও পাকিস্ত💦ানের কাছে হেরে যায় ভারত। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ তারা হেরে বসে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। দুই ম্যাচ পরাজয়ের ফলেই তারা ব্যাকফুটে চলে যায়। পরের দুই ম্যাচ আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে জিতেও শেষ পর্যন্ত টুর্নামেন্টে ইতি টান🔯তে হয় ভারতের।

গতকাল রোববার ন🦋িউজিল্যান্ডের বিপক্ষে আফগান💃দের পরাজয়ে অনানুষ্ঠানিক বিদায় হয়েছে ভারতও। আজ নামিবিয়ার বিপক্ষে ম্যাচেই আনুষ্ঠানিক বিদায় নেবে কোহলিরা।