আফগানদের কাছে পাত্তাই পায়নি স্কটল্যান্ড

ফারজানা ববি প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ১১:১৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবཧার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও বাছাইপর্বে গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন স্কটল্যান্ড। সুপার টুয়েলভে এটাই দুই দলের প্রথম ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯০ রানের বেশ স্বস্তির সংগ্রহ দাঁড় করায় 🐼আফগানিস্তান।

জবাবে ১৯১ রান তাড়া করতে নেমে বিপাকে পড়ে স্কটিশরা। ওপেনাররা সতর্কতার সঙ্গে ইনিংস শুরু করলেও দলের ২৮ রানে প্রথম উইকেটের পতন ঘটে। মুজিব-উর র൲হমানের বলে ব্যক্তিগত ১০ রানে ফিরে যান কাইল কোয়ে🌠টজার। দলের একই রানে পরপর ফিরে যান যথাক্রমে কলাম ম্যাকলিওড রিচি বেরিংটন। স্কটিশদের আসা-যাওয়ার এই ধারাবাহিকতায় চতুর্থ উইকেটে শূন্য রানে সাজঘরে ফেরেন ম্যাথু ক্রস। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান তুলে পঞ্চম উইকেটে ফেরেন জর্জ মুন্সি। মাইকেল লিয়াস্ক (০), মার্ক ওয়াট (১) এর মাধ্যমে ৬ ও ৭ নম্বর উইকেটের পতন ঘটে। দলীয় ৫৩ রানে ৮.৫ ওভারে ১২ রানে আউট হন ক্রিস গ্রেভস। দলের ৬০ রানে পতন ঘটে ৯ নম্বর উইকেটের, জশ ডেভি আউট হন। একই রানে বার্ড উইল ফিরে গেলে ১০.২ ওভারে ৬০ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস। ফলে আফগানিস্তান ১৩০ রানের বড় জয় পায়।

আফগানদের পক্ষে মুজিব-উর রহমান ৫টি, রশিদ খান ৪টি ও নাভিন উল হক ১টি উ🧸ইকেট লাভ করেন।