টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে আফগাജনিস্তান ও বাছাই প🤡র্ব পেরিয়ে আসা স্কটল্যান্ড। এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯০ রান তুলে আফগানিস্তান। বিশ্বকাপে এটিই সর্বোচ্চ রান আফগানদের।
টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার হাজরাতুল্লা জাজাই ও মোহাম্মদ শাহজাদ মিলে দুর্দান্ত শুরু করেন। আফগানদের ওপেনিং জুটি টিকে যায় পাওয়ার প্লের শেষ ওভার পর্যন্ত। পাওওয়ার প্লের শেষ বলে দলীয় ৫৪ রানে শাহজাদের আউটের মাধ্যমে ভাঙ্গে তাদের ওপেনিং জুটি। একটি ছয় ও দুইটি চারে ১৫ বলে ২২ রান করেন তিনি।
ইনিংসের দশম ওভারে আরেক ওপেনার হাজরাতুল্লা জাজাইয়ের উইকেট হারায় আফগানরা। সমান তিনটি করে চার ও ছয়ে মাত্র ৩০ বলে 💫৪৪ রান করে🎶ন তিনি।
এরপর নাজিবুল্লাহ জাদরান ও রহমানুল্লাহ গুলবাজ মিলে ৫২ বলে ৮৭ রানের জুটি গড়েন। তাদের জুটি ভাঙ্গে গুলবাজের আউটের মাধ্যমে। চারটি♏ ছয় ও একট❀ি চারে ৩৭ বলে ৪৬ রান করেন তিনি।
নাজিবুল্লাহ জাদরান শেষ পর্যন্ত দলীয় সর্বোচ্চ ৫৯ রান♛ করেন। ৩৪ বলে ৩টি ছয় ও ৫টি চারের মাধ্যমে এ রান করে꧙ন তিনি। এছাড়া ৪ বলে দুইটি চারে ১১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মোহাম্মদ নাবী।
নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান করে আফগানিস্তান। জয়ের জন্য স্কটল্যান্ডের প্রয়োজন ১৯১ রান।&n�♔�bsp;
স্꧒কটিশ বোলার সাফিয়ান শরিফ, জশ ডেভি ও মার্ক ওয়াট নিয়েছেন একটি করে উইকেট।