আইরিশিদের বড় ব্যবধানে হারাল শ্রীলঙ্কা

ফারজানা ববি প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ১১:৫৬ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ‘এ’ গ্রুপের ম্যাচে আজ বুধবার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। টসে জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় আয়ারল্যান্ডের অধিনায়ক এ্যান্ডি বিলিবারনে। প্রথমে ব্যা꧟ট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ১৭১ রান।

১৭২ রান তাড়া করতে নেমে দলীয় ৮ রানেই প্রথম উইকেটের পতন ঘটে আয়ারল্যান্ডের৷ ওপেনার কেবিন ওব্রায়েন ৫ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। দলের ১৮ রানে পল স্টার্লিং (৭) ফিরে যান। দলীয় ৩২ রানে ৩ উইকেটের পতন হলে দেখে-শুনে খেলতে থাকেন অধিনায়ক অ্যান্ডি বিলিবারনে ও কার্টিস ক্যাম্পার। তারা দুজন আশা জাগালেও দলীয় ৮৫ রানে ক্যাম্পার ২৪ রানে ফিরে যান। এরপর আইরিশদের আসা-যাওয়ার মিছিল চলে কেবল।෴ উইকেটের একপাশ আগলে রাখেন অধিনায়ক অ্যান্ডি। তবে ৮ নম্বর উইকেটে কুমারা ৪১ রানে অ্যান্ডিকে ফিরিয়ে দিলে আইরিশদের আশার শেষ প্রদীপটিও নিভে যায়। আয়ারল্যান্ডের ইনিংস থামে ১০১ রানে। শ্রীলঙ্কা জয়লাভ করে ৭০ রানে।

শ্রীলঙ্কার পক্ষে মহেশ ♏থিকসানা ৩টি, করুনারত্নে ও কুমারা ২টি ও ১টি করে উইকেট লাভ করেন চামিরা ও ডি সিলভা।