একাদশে ফিরছেন নাঈম

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ১২:৩২ পিএম

আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষ🍰ে নিজেদের প্রথম ম্যাচে হেরে যায় বাংলাদেশ। এই ম্যাচে দলীয় ভরাডুবি হলেও ওপেনারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার 🦄মতো। সৌম্য সরকার ও লিটন দাস দুজনই রানের চাকা সচল রাখতে ব্যর্থ হন। ফলে দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ওপেনিংয়ে ফিরছেন নাঈম।

নাঈমের জন্য জায়গা ছেড়ে দিতে বেঞ্চে কাকে বসিয়ে রাখবেন কোচ- সে ব্যাপারে নিশ্চিত না করলেও ধারণা করা হচ্ছে সৌম্য সরকারের জায়গাতেই দলের একাদশে ঢুকবেন নাঈম। ওমানের বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে পরিবর্তন আনতেไ চান বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো।

বাংলাদেশের কোচ বলেছেন, &ldqu🦂o;দলে একটাᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚ পরিবর্তন আসবে। ওপেনিংয়ে নাঈম শেখ খেলবে।”

যদিও প্রস🅺্তুতি ম্যাচে নাঈমের পারফরমꦍ্যান্স খুব একটা আশার আলো জাগায়নি, মন্থর গতিতে রান তুলেছেন। তবে টাইগার কোচ রাসেল ডমিঙ্গোর হাতে খুব বেশি সুযোগও নেই ওপেনিং নিয়ে ভাবার।

বিশ্বকাপের আগেই দেশের সেরা ওপেনার তাম☂িম ইকবালের হঠাৎ করেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা এলে ওপেনিং নিয়ে নতুন করে ভাবতে হয় দলটির। যদিও হালকা ইনজুরিতেও ভুগছিলেন তামিম।

ওমানের ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে রান না পেলেও আইসিস🦋ির দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সৌম্যর ব্যাট থেকে রান এসেছিল। ব্যাটে-বলে দলের সেরা পারফর্মার হলেও মূল পর্বে এসে আবার ব্যর্থ হলেন। দলের রানের খাতায় যোগ করেছিলেন মাত্র ৫ রান।