ব্যাটিংয়ে মনোযোগী হতেই কিপিং ছেড়েছেন মুশফিক 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১, ২০২১, ০৭:৩৯ পিএম

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে হঠাৎ করেই টি-টোয়েন্টিতে উইকেটের পেছনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম। ফলে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় নুরুল হাসান সোহানকে। আসন্ন বিশ্বকাপেও উইকেট কিপার হিসেবে দেখা যাবে না মুশফিককে। অনেক বছর দায়িত্ব পালন করার পর কেন তা থেকে সরে গেলেন মুশফিক, গণমাধ্যমকে তার উত্তরই জানিয়েছেন দেশসেরা এই ব্যাটসম্যান🌃। 

দলে টিম কম্বিনেশন যে রকম হবে সেভাবেই মানিয়ে নিতে চান তিনি। আর উইকেটের পেছনে থাকলে অন্য দলের ভাবনাগুলোও সহজেই বুঝতে পারা যায় জানিয়ে মুশফিক বলেন, ‘য💧েকোন একটা জিনিস যত কাছ থেকে দেখবেন সেটা আপনাকে অনেক পরিষ্কার ধারনা দেয়। পাশাপাশি এখন যদি দলের চিন্তা বা কম্বিনেশন যদি অন্যরকম থাকে। যেটা কিনা সদস্য হিসেবে অবশ্যই আমাকে মানিয়ে নিতে হবে, আমি চꦇেষ্টা করি সবসময় টিম প্লেয়ার হিসেবে খেলার।’

কিপিং ছেড়ে ব্যাটিংয়ে আরও বেশী মনোযোগী হতে চান মুশফিক। তিনি বলেন, ‘আর বারবারই বলি য🌸ে তারা যেভাবে আমাকে দেখতে চাইবে আমিও সেভাবে সেই ভূমিকায় মানিয়ে নিতে চাই। এখন যদি তারা ব্যাটিংয়ে আমার কাছ থেকে অনেক বেশি কিছ﷽ু আশা করেন তো আমি সেটাই চেষ্টা করবো।’

যেকোন পজিশনে খেলে দলকে সহায়তা🍎 করতে চান মুশফিক। তার সবসময় ইচ্ছা থাকে দলের উপকার করা। এ বিষয়ে মুশফিক বলেন, ‘যেন এখানে ফোকাস করে দলের উপকারে আসতে পারি। আর আমি মনে করি যে একজন ব্যাক্তির চেয়ে অবশ্যই দল বড়। তো আমি ব্যাপারটাকে সেভাবেই নিচ্ছি।’

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হไবে বাংলাদেশের বিশ্বܫকাপ মিশন। 

আরও সংবাদ