ম্যাচ জিতেও জরিমানার কবলে সাকিবের কলকাতা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৩:১৬ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ৩৪তম ম্যাচে মুম্বাই ইন্ড𒉰িয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জিতলেও স্লো ওভার রেটের কারণে পুরো দলকে শাস্তি দিয়েছে আইপিএল কতৃপক্ষ। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে মরগানের দলকে।

এবারের আইপিএলে দ্বিতীয় বারের মতো স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হল অধিনা🔥য়ক মরগানের দলকে। এজন্য জরিমানা করা হয়েছে ২৪ লক্ষ। 

আইপিএ𓂃ল জানিয়েছে, “এই মৌসুমে দ্বিতীয় বার ওভার রেটের নিয়ম ভাঙল কলকাতা। তাই অধিনায়ককে ২৪ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে🍨।” 

দলের একাদশে থাকা ক্রিকেটারদ𒀰ের প্রায় ৬ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।

এই ম্যাচে টস🌃ে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা। প্রথমেꦉ ব্যাট করে স্কোরবোর্ডে ১৫৫ রান তুলে রোহিতরা।

জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌ🃏ঁছে যায় কলকাতা। বেঙ্কটেশ আয়ার ও রাহুল ত্রিপাঠি দুইজনের ব্যাটেই আসে পঞ্চাশোর্ধ রান। 

৯ ম্যাচে চার꧅ জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে কলকাতা। 

আরও সংবাদ