ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ৩৪তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জিতলেও স্লো ওভার রেটের কারণে পুরো দলকে শাস্তি দিয়েছে আইপিএল কতৃপক্ষ। ম্যাচ ফির ২৫ শতাংশ জর🎃িমানﷺা করা হয়েছে মরগানের দলকে।
এবারের আইপিএলে দ্বিতীয় বারের মতো স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হল অধিনায়ক মরগানের দলকে। এজন্য জরিমানা করা♈ হয়েছে ২৪ লক্ষ।
আইপিএল জানিয়েছে, “এই মৌসুমে দ্বিতীয় বার ওভার রেটের নিয়ম ভাঙল কলকাতা। তাই অধিনায়ককে ২৪ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে।♍”
দলের একাদশে থাকা ক্রিকে𓃲টারদের প্রায় ৬ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।
এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ১৫৫ র🀅াꦺন তুলে রোহিতরা।
জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। বেঙ্কটেশ আয়ার ও রাহু🐻ল ত্রিপাঠি দুইজনের ব্যাটেই আসে পঞ্চাশোর্ধ রান।
৯ ম্যাচে চার জয়ে পয়েন্ট ไটেব🧜িলের চতুর্থ স্থানে উঠে এসেছে কলকাতা।