শেষ ম্যাচেও হার টাইগার যুবাদের

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৬:০৩ পিএম

পাঁচ ম্যাচ সিরি꧃জের শেষ ম্যাচে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান অনুর্ধ-১৯ দ🎀ল। সিরিজের চতুর্থ ম্যাচেও জিতেছিল সফরকারীরা। সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল টাইগার যুবারা। ফলে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল এস এম মেহরাবের দল। 

সিলেটে♉র আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্বান্ত নেন টাইগারদের যুবা অধিনায়ক। মাহফিজুল ইসলাম ও ইফতিখার হোসাইনের উদ্বোধনী জ🍰ুটিতে ৪৮ রান তুলে টাইগার যুবারা। এরপর আর কেউ হাল ধরতে পারেননি, দ্রুতই উইকেট হারাতে থাকে যুবারা। 

২০ ওভারেই মধ্যেই হারিয়ে ফেলে পাঁচ পাঁ🎃চটি উইকেট। ১ উইকেটে ৪৮ থেকে ৫ উইকেটে ৬৪ হয়ে যায় নিমিষেই। লোয়ার মিডল অর্ডারের আবদুল্লাহ আল মামুনে🤡র ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৭ রান।

এছাড়া তাহজিবুল ইসলাম ১৫, নাইমুর রহমান ১৬ ও ♑ইফতিখারের ব্যাট থেকে আসে ২৬ রান। ম্যাচের ৪৮তম ওভারে সব উইকেট হারিয়ে ১৫৫ স্কোরবোর্ডে ১৫৫ রান তুলে যুবারা। বিলাল সামি ও খারুতের শিকার ৩টি করে উইকেট। 

১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে ไনেমে ১৭ রানেই প্রথম উইকেট হারায় আফগানিস্তান-১৯ দল। ২০ ওভারের মধ্যেই ৩ উইকেট তুলে নেয় টাইগার যুবারা।

এরপর উইকেট♑ হারালেও আইজাজ আহমেদের🙈 ৩২ ও নাভিদের ২৯ রানে জয়ের দিকে যায় তারা। আইজাজ আউট হলেও ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন নাভিদ। আশিকুর রহমান নিয়েছেন তিন উইকেট।

আরও সংবাদ