ইংল🧔্যান্ডের ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি জিমি গ্রীভস মারা গেছেন। মৃত্যুকালে ইংলিশ ফুটবল ইতিহাসের অন্যতম আইকনিকের বয়স হয়েছিল ৮১ বছর। রোববার (১৯ সেপ্টেম্বর) মারা যান তিনি।
গ্রীভস ২৩ বছরের ফুটবল ক্যারিয়ারে চেলসি, ওয়েস্ট হ্যাম ও মিলানে খেলেছেন। কিন্তু স্পার্সের 𒁏হয়ে তার পারফরম্যান্স ছিল সেরা। ১৯৬১ সাল থেকে ১৯৭০ 𒈔সাল পর্যন্ত খেলে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি।
স্পার্সরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে কিংবদꦯন্তীর মৃত্যু নিশ্চিত করেছে। লিখেছে, "তিনি শুধুমাত্র টটেনহ্যাম হটস্পারের রেকর্ড গোলদাতাই নন। এই দেশটির সর্বকালের সেরা গোলদাতাও। জিমি গ্রীভসের মৃত্যুর খবর পেয়ে আমরা অত্যন্ত দুঃখিত। জিমি আজ স𒊎কালে (রবিবার ১৯ সেপ্টেম্বর) ৮১ বছর বয়সে তার বাড়িতে মারা যান। ফুটবলে আর তাকে কখনও দেখা যাবে না।"
সকলের প্রতি সমবেদনা জানিয়ে স্পার্সরা লিখে, "আমরা তার স্ত্রী আইরিন, তাদের চার সন্তান, ১০ নাতি-নাতনি ও তাদের সকলের প্রতি আন্তরিক সমব♎েদনা জানাই।"
গ্রীভস তার ক্লাব ক্যারিয়ারে মোট ৪৪৭ গোল করেছেন। যার মধ্যে টটেনহ্যামের ২২০ ও চেলসিতে ১৩২টি গোল করেছেন। তিনি দুটি এফএ কাপ ও ইউরোপিয়া🃏ন কাপ জ🍃িতেছেন।
ইংল্যান্ডের একজন গ্রেট খেলোয়াড় হিসেবেও স্মরণ করা হবে জিমিকে। তিনি দেশের হয়ে ৫৭ ম্💃যাচে ৪৪ গোল করেন। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।