আইসিইউতে পেলে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৮:১৭ এএম

ব𒀰্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে আবারও হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্ট🌃াইন হাসপাতালের  আইসিܫইউতে স্থানান্তর করা হয়।

হাসপাতালের চিকিৎসকরা জ💛ানান, অ্যাসিড রিফ্লাক্সের কারণে পেলের🍌 শরীর খারাপ হয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এর আগে ১৪ সেপ্টেম্বর 🐻মঙ্গলবার পেলে আইসিইউ থেকে ছ♕াড়া পেয়ে বাড়ি ফিরেন।

সম্প্রতি ‘ফুটবল রাজা’ পেলের🦩 কোলন টিউমার ধরা পড়ে। গত ৪ সেপ্টেম্বর তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপাচারের পর থেকেই তিনি আইসিইউতেই ছিলেন।

এর আগে ২০১৫ সালে স্নায়ুর সমস্যায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়। এছাড়াও কিডনি ও প্রস্টেটের স♛মস্যা নিয়ে তিনি একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইতিহ🐷াসে একমাত্র ফুটবলার হিসেবে পেলে ৩টি 𝄹বিশ্বকাপ জিতেছেন। তার ২১ বছরের ক্যারিয়ারে ১ হাজার ৩৬৩ ম্যাচে ১ হাজার ২৮১টি গোল করেন। এর মধ্যে ব্রাজিলের জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে করেন ৭৭ গোল।

১৯৭০ সালে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে ফিফা 'গোল্ডেন বল' পুরস্কার জিতে নেন পেলে।