যে কারণে কোহলিকে নিয়ে শোনা গেল অশ্লীল গান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৫:৫০ পিএম
বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বꦜিরাট কোহলি। বার বার মেজাজ হারাচ্ছেন তিনি। কখনও প্রতিপক্ꦐষ ক্রিকেটারের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন। কখনও আবার সমর্থকদের সঙ্গে তর্ক করছেন। অস্ট্রেলিয়ার সমর্থকদের কাছে ক্রমেই এক নম্বর শত্রু হয়ে উঠেছেন কোহলি। তাকে নিয়ে অশ্লীল গান বেঁধেছেন সমর্থকরা।

🔥মেলবোর্নে অজি সমর্থকদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গ্যালারিতে দাঁড়িয়ে চিৎকার করে কোহলির নামে অশ্লীল গান গাইছেন তারা। অস্ট্রেলিয়ার ব্যাটার স্যাম কনস্টাসকে ধাꦚক্কা দেওয়ার পর থেকে কোহলি সে দেশের সমর্থকদের এক নম্বর শত্রু হয়ে উঠেছেন।

শুক্রবার অস্ট্রেলিয়ার সমর্থকদের সঙ্গে ঝগড়ায় জড়ান কোহলি। মেলবোর্নে চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে তিনি যখন আউট হয়ে সাজঘরে ফিরছিলেন ত🐠খন এই ঘটনা ঘটে। গ্যালারির নীচে দিয়ে সাজঘরে ফেরার সময় তাকে আওয়াজ দেন কয়েকজন সমর্থক। সে দিকে না তাকিয়ে সাজঘরে ফেরার রাস্তা ধরেন কোহল🐈ি।

তখনই কোনও এক সমর্থক কটাক্ষ ছুড়ে দেন কোহল🐭িকে। সেই কথা কানে যেতেই সংযত থাকতে পারেননি তিনি। আবার বাইরে বেরিয়ে আসেন। সেই সমর্থককে কিছু বলতে দেখা যায় কোহলিকে। তবে পানি বেশি দূর গড়ায়নি। স্থানীয় এক ক্রিকেট কর্মকর্তা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। তিনি কোহলিকে শান্ত করে সাজঘরের দিকে এগিয়ে দেন।

ব্যাট হাতেও সিরিজ়টা ভাল যাচ্ছে না ক❀োহলির। পার্থে দ্বিতীয় 🦂ইনিংসে শতরানের পর থেকে আর তার ব্যাটে রান নেই। মেলবোর্নে প্রথম ইনিংসে করলেন মাত্র ৩৬ রান।