বিশ্বকাপে ভালো কিছুর আশায় সাকিব 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০৩:৫৪ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য বাছাইপর্বের বাধা পার হতে হবে বাংলাদেশকে। ক্রিকেটের ছোট সংস্কꦓরণে সম্প্রতি তিনটি সিরিজ জিতেছে টা꧒ইগাররা। তাই তাদের আত্নবিশ্বাস রয়েছে তুঙ্গে। আর বিশ্বকাপে সেরা পারফরম্যান্স করে সুপার টুয়েলভে জায়গা করে নেওয়ার বিষয়ে আত্নবিশ্বাসী টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। 

২০১৭ সালে বিশ্বকাপের সেমিফাইনাল, যা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সেরা ফলাফ🌄ল। তবে এবার দল নিয়ে সর্বোচ্চ অবস্থানে যাওয়ার জন্য চেষ্টা করবেন সাকিব। আর সেজন্য তিনি 📖এগুতে চান ধাপে ধাপে। 

𝕴সাকিব আল হাসান বলেন, ‘কোন পর্যায়ে যাওয়া উচিৎ এটা আসলে বলা মুশকিল। আমাদের চেষ্টা তো থাকবে সর্বোচ্চ অবস্থানে যাওয়ার। সেটার জন্য ধাপে ধাপে এগোতে হবে, ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে হবে। আমরা যদি প্রথমে ভালো করতে পারি সেটা আমাদের পরের ম্যাচগুলোতে ভালো করার জন্য আত্মবিশ্বাস দিবে। প্রথম রাউন্ড ভালোভাবে শেষ করতে পারলে মূল পর্বে আমাদের সেরা পারফরম্যান🐈্সের চেষ্টা করব।’

টি-টোয়েন্টিতে এখন ভালো🎐 পারফরম্যান্স করছে বাংলাদেশ। তাই এ ধারাবাহিকতা বজায় রেখে সা🐓মনে এগিয়ে যাওয়াই হল টাইগারদের লক্ষ্য। সাকিবের মতে, ‘যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাট, সব দলেরই সুযোগ থাকে। এটা মোমেন্টামের খেলা। তাই মোমেন্টাম প্রথমেই নিতে পারলে আমাদের জন্য অবশ্যই ভালো সুযোগ আছে। আমাদের দল যথেষ্ট ভালো যারা দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারে।’

টাইগারদের প্রস্তুতি নিয়ে সাকিব বলেন, ‘🤡আমার কাছে তো মনে হয় ভালো সুযোগ আছে। আমাদের ꦛপ্রস্তুতি খুবই ভালো হয়েছে। এর বড় কারণ হচ্ছে গত তিনটা সিরিজ আমরা জিততে পেরেছি।’