বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। ব্রাজিলের সাও পাওলোর আলবার্তো আইনস্টাইন হাসপাতালে সফল অস্ত্রোপচার হয়েছে তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলারের। অস্ত্রোপচারের পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও, এখনও তিনি আছেন হাসপাতালের নিবিড় পরিচর্যায় কেন্দ্র🏅ে। তবে তিনি সন্তোষজনকভাবে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। শুক্রবার (১০ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন- আগের থেকে ভালো বোধ করছেন তিনি।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্ঞান ফিরেছে ব্রাজিলিয়ান কিংবদন্তির, আর এখন তার শারীরিক অবস্থা ꦫস্থিতিশীল।
পেলের সুস্থতার খবর জানিয়েছেন নিজেই𓂃। ইনস্টাগ্রামে মজা করে লিখেছেন, ‘বন্ধুরা, আমি প্রতিদিন আরও সুস্থ হয়ে উঠছি। আমি আবারও খেলার জন্য উন্মুখ কিন্তু তার আগে পু⭕রোপুরি সুস্থ হয়ে উঠতে আরও কিছু দিন সময় লাগবে।’
হাসপাতালে সময়টা কীভাবে কাটাচ্ছেন, জানিয়ে পেলে বলেন, ‘এই কদিন এখানে আমি আমার 🐭পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি আর বিশ্রাম নিচ্ছি। যারা আমাকে ভালোবেসে খোঁজ নিয়েছেন,♐ তাদের সবাইকে আবারও ধন্যবাদ। আমরা খুব দ্রুত আবারও একসঙ্গে হবো।’
গত ৩১ আগস্ট থেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন পেলে। আর সেখানেই তার টিউমার ধরা পড়ে এবং গত সপ্তাহে অস্ত্রোপচার হয় 💞পেলের।