কার হাতে উঠছে এবারের ব্যালন ডি‍‍’অর?

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৭:৫৭ পিএম

একবিংশ শতাব্দীতে লিওনেল মেসি ও রোনালদো মিলে ব্যালন ডি’অর জিতেছেন মোট ১১ বার। এর মধ্যে মেসির হাতে উঠেছে ৬ বার আর রোনালদো জিতেছেন ৫ বার। এবারের ব্যালন ডি’অর কি তাদের হাতেই উঠ🐼ছে নাকি অন্য কারও হাতে? 

২০২০ 💟সালে করোনা মহামারির কারণে ব্যালন ডꦑি’অর দেওয়া না হলেও বর্ষসেরা পুরস্কার দেওয়া হয়েছিল। 

ফুটবলভিত্তিক সংবাদমাধ্🃏যম গোল ডটকম ব্যালন ডি’অর  র‌্যাঙ্কিংয়ে কার অবস্থান কোথায়, তা প্রকাশ করেছেন। চলুন তাহলে দেখে নিই কে আছে সেরা ২০-এ𓃲। 

২০) ফিল ফোডেন&mdas🥂h;ম্যানচেস্টার সিটি (১১ গোল, ৭ অ্যাসিস্ট ), জিতেছেন প্রিমিয়ার লিগ ও কাবারেও কাপ। 

১৯)🎐 পেদ্রি—বার্সোলোনা (৩ গোল, ৬ অ্যাসিস্ট), জিতেছেন কোপা দেল রে ও অলিম্পিক সিলভার মেডেল। 

১৮) ইলকায় গুন্ডোয়ান—ম্যানচেস্টার সিটি (১৭ গোল, ৬ অ্যাসিস্ট), জিতেছে🔯ন প্রিমিয়ার লিগ ও কাবারেও কাপ। 

১৭) ম্যাসন মাউন্ট—চে𒀰লসি (৯ গোল, ৫ অ্যাসিস্ট), জিতেছেন চ্যাম্পিয়🐎ন্স লিগ, উয়েফা সুপার কাপ। 

১৬) নেইমার জুনিয়র—পিএসজ🥃ি (১২ গোল, ১১ অ্যাসিস্ট), জিতেছেন কোপ দে ফ্রান্স ও ট্রফি দেস চ্যাম্পিয়নস। 

১৫) জিয়ানুন্নি দোন্নারুম্মা—পিএসজি (🦄১৭ ক্লিন শিট), ইউরো-২০২০ꦿ চ্যাম্পিয়নস। 

১৪) হ্যারি কেইন—𝔍টটেনহাম (২৫ গোল, ৫ অ্যাসিস্ট), জিতেছেন ইউরো-২০২০ রানার্সআপ। 

১৩) রুবে🧸ন দিয়াস—ম্যানচেস্টার সিটি (১ গোল, ১ অ্যাসিস্ট ও ২১ ক্লিন শিট), জিতেছেন প্রিমিয়ার♏ লিগ ও কাবারেও কাপ। 

১২) রহিম স্টারলিং—ম্যানচেস্টার সিটি (১২ গোল, ৭ অ্যাসিস্ট ), জিতেছেন প্রিমিয়ার লিগ ও কাবারেও কাপ। 
 
১১) করিম বেনজেমা—রিয়াল মাদ্রিদ (২♛৪ গোল, ৮ অ্🦋যাসিস্ট )

১০) ফেদেরিকো কিয়েজা—জুভেন্টাস (১৪ গোল, ৫ অ্যাসিস্ট), জিতেছেন ইউরো-২০২০ চ্যাম্পি𒈔য়নস, কোপা ইতালিয়া ও সুপার কোপা ইতালিয়া।&nbs♌p;

৯) আরলিং হাল্যান্ড—বরুশিয়া ডর্টমুন্ড (৩১ গোল, ১২ অ্যাসিস্ট )🍰, জিতেছেন ডিএফবি পোকাল। 

৮) ক্রিস্টিয়ানো রোনালদো—ম্যানচেস্টা♕র ইউনাইটেড (২৭ গোল, ৪ অ্যাসিস্ট), জিতেছেন কোপা ইতালিয়া ꧑ও সুপার কোপা ইতালিয়া। 

৭) কেভিন ডি ব্রুইনে&md𓃲ash;ম্যানচেস্টার সিটি  (১০ গোল, ১০ অ্যাসিস্ট), জিতেছেন প্রিমিয়ার লিগ ও কাবারেও কাপ। 

৬) কিলিয়ান এমবাপ্পে&mda🍷sh;পিএসজি (৩২ গোল, ৯ অ্যাসিস্ট), জিতেছেন কোপ দে ফ্রান্স ও ট্রফি দেস চ্যাম্পিয়নস।

৫) রুমেরো লুকাকো—চেলসি (২৩ গো🌳ল, ৭ অ্যাসিস্ট), জিতেছেন সিরি-আ। 

৪) এনগলো কন্൲তে—চেলসি (১ অ্যাসিস্ট), জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ। 

৩❀) জর্গিনহ꧋ো—চেলসি (৫ গোল, ২ অ্যাসিস্ট), জিতেছেন ইউরো-২০২০ চ্যাম্পিয়ন্স, চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপ। 

২) রবার্ট লেওয়ানদস্কি—বায়🌌ার্ন মিউনিখ (৪১ গোল, ৪ অ্যাসিস্ট), জিতেছেন বুন্দেসলিগা, ক্লাব বিশ্বকাপ♕ ও ডিএফএল সুপারকাপ। 

১) লিওনেল মেসি—পিএসজি (৩৩ গোল, ১৪ অ্যাসিস্ট), জিতেছেন কোপা আমেরিকা ও ♈কোপা দেল রে। 

আরও সংবাদ