চোটের কারণে তৃতীয় টেস্টে নেই উড 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০৭:১৬ পিএম

ভারতেꦫর বিপক্ষে টেস্ট শুরুর আগে থেকেই স্বাগতিক ইংল্যান্ড দলে ছিল ইনজুরির হানা। এবার ডান কাঁধে ইনজুরির কারণে তৃতীয় টেস্টে দল থেকে বাদ পড়লেꦆন ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উড। ;

লর্ডসে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে বাউন্ডারি বাঁচাতে ডাইভিং করার সময় চোট পেয়েছিলেন উড। শেষ ইনিংসে মাত্র চার ওভার বোলিং করেছেন তিনি🌸। লিডসেও তিনি দলের সঙ্গেও থাকবেন এবং মেডিক☂েল টিমের সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।

উডের ইনজু🌞রির পর দলে এখনও কোন পেসারকে ডাকেননি ইংল্যান্ড। ফলে তৃতীয় টেস্টে অভিষেক হতে পারে ꧟পেসার সাকিব মাহমুদ বা ক্রেইগ ওভারটনের। 

দলের বাকি পেসাররা হলেন জে𝄹মস অ্যান্ডওারসন, অলি রবিনসন ও স্যাম কারান।

ඣএর আগে ইংল্যান্ডের চার জন পেসার ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন। জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস ও অলি স্🅰টোনের পর পঞ্চম বোলার হিসেবে বাদ পড়েছেন মার্ক উড। 

পাঁচ ম্যাচের টেস্ট স🅷িরিজের প্রথম ম্যাচ ড🤪্র হয়েছে। দ্বিতীয় টেস্ট ১৫১ রানে জিতেছে ভারত। 

সিরিজের তৃতীয় টেস্ট শুর👍ু হবে আগামী ২৫ আগস্ট।