আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতু🅘ন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল্লাহ ফজলি। ক্ষমতা দখলে♋র পর দেশের ক্রিকেটে এই পরিবর্তন নিয়ে এলেন তালেবানরা। তালেবানরা এসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পর চেয়ারম্যান পদে ফজলিকে নিয়ে আসেন।
ফ♒জলি ইতোমধ্যেই এসিবি চেয়ারম্যান হিসেবে এক মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রায় দুই দশক ধরে আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। তিনিই প্রথম আফগানিস্তানে ক্রিকেট দল গঠন করেন।
তিনি এসিবির ভাইস চেয়ারম্যান এবং উপদেষ্টা হিস🐷েবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া দেশের ক্রিকেটের অভ্যন্তরীণ ও আঞ্চলিক ব্যবস্থাপন𒀰া পরিচালনার সঙ্গেও তিনি জড়িত ছিলেন।
ফজলির প্রথম কাজ হবে শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের আসন্ন ওয়ানডে সিরিজ। তালেবানরা কাবুল বিমানবন্দর দখল নেওয়ার পর থেকে আফগানিস্তানে এখন🐈ো🌸 বাণিজ্যিক বিমান চলাচল শুরু হয়নি।
তবে এসিবির পরিকল্পনা হলো&🎀nbsp;খেলয়াড়দের সড়কপথে পাকিস্তানে নিয়ে আসা এবং সেখান থেকে শ্রীলঙ্কায় উড়ে যাওয়া। শ্রীলঙ্কায় ১০ দিনের লকডাউনের কারণেও সিরিজটি প্রভাবিত হতে পারে।