নারী এশিয়া কাপ

৪১ রান তাড়ায় বাংলাদেশের ৩ রানের হার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ১২:৩৮ পিএম

এশিয়া কাপে নিজেদের পঞ্চম ম্যাচে সোমবার (১০ অক্টোবর) মাঠে নেমেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিলেটജের মাঠে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে খেলতে পারেনি লঙ্কান মেয়েরা। 🎃১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান করতেই বৃষ্টির কবলে পড়ে ম্যাচ। 

ইনিংসের শুরুতে মাত্র ৬ রানে আউট হন চামারী অথপথু। তার উইকেট তুলে নিয়ে আন্তর্জাতিক আসরে শততম উইকেট স্পর্শ 🍸করলেন বাংলাদেশের ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার জাহানারা আলম।

দলের ৩১ রানে দ্বিতীয় উইকেট দখল করে বাংলাদেশ। একই রানে তৃতীয় উইকেটও হারায় শ্রীলঙ্কা। তিন উ𝓰ইকেট꧋ হারিয়ে দল বেশ চাপে পড়লে হাসিনি পেরেরা ও নিলাক্ষী ডি সিলভা দলের হাল দশরেন। তবে ৬০ রানে হাসিনি আউট হন। কাভিশা দিলহারিকে নিয়ে ইনিংস বড় করার চেষ্টা করতে পারেননি নিলাক্ষী। ব্যক্তিগত ১১ রানে বিদায় হন কাভিশা। দলীয় রান ৫ উইকেটে ৮৩ হওয়ার পর বৃষ্টির কবলে পড়ে ম্যাচ। দীর্ঘ সময় বন্ধ থাকার পর বৃষ্টি আইনে জয়ের জন্য বাংলাদেশের ৭ ওভারে ৪১ রান করতে হবে।  

বাংলাদেশের রুমানা আহমেদ দুইট🌟ি উইকেট পান। একটি করে উইকেট পান জাহানারা আলম, সানজিদা আকতার মে🦋ঘলা ও ফাহিমা খাতুন।  

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানেই ওপেনার মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। দলের ১২ রানে ফারজানা হক উইকেটরক্ষকের কাছে 🌸উইকেট বিলিয়ে আসেন। অধিনায়ক নিগার সুলতানা রুমানা আহমেদকে সাথে নিয়ে ﷽দলের হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। দলের ২৭ রানে রুমানা ব্যক্তিগত ৮ রানে বিদায় হন।

এক রান যোগ হতেই নিগার💯ও একই পথে হাঁটেন। দলের ২৯ রানে সোবহানা মোস্তারি আউট হন। ফাহিমা খাতুন ও♍ সালমা খাতুন দুজনই রানআউট হলে বাংলাদেশের জয়ের আশা ভেস্তে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ৩৭ রানে। শ্রীলঙ্কা জয় পায় ৩ রানে।  

শেষ মඣ্যাচে ভারতের মুখোমুখি হবে থাইল্যান্ড। বাংলাদেশ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ভারতের বিপক্ষে  থাইল্যান্ড হারলে ও আমিরাতে❀র বিপক্ষে বাংলাদেশ জিতলে নেট রানরেটের ভিত্তিতে সেমিফাইনাল খেলার সুযোগ থাকবে টাইগ্রেসদের।