আন্তর্জাতিক ক্রিকেটে জাহানারা আলমের উইকেটের সেঞ্চুরি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ১০:৫৭ এএম

এশিয়া কাপে নিজেদের পঞ্চম ম্যাচে সোমবার (১০ অক্টোবর) মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা🎐। সিলেটের মাঠে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।

লঙ্কান ব্যাটারদের ওপেনার চামারী অথপথুর উইকেট তুলে ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার জাহানারা আলম আন্তর্জাতিক ক্রিকেটে শততম উইকেট স্পর্শ করলღেন।

অক্টোবরের ১ তারিখ থাইল্যান্ড নারীদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলেন ২৯ বছর বয়সী জাহানারা। এশিয়া কাপে বাকি ৩ ম্যা𒐪চে অনুপস্থিত থাকলেও লঙ্কানদের বিপক্ষে নিজেদের পঞ্চম ☂ম্যাচে তিনি মাঠে নেমেছেন। 

দলের নিয়মিত সদস্য জဣাহানারার ওয়ানডে ফরম্যাটে অভিষেক ঘটে ২০১১ সালে। আইরিশদের বিপক্ষে দেশের মাটিতে অভিষেক ম্𝕴যাচে ৮২ রানের বড় জয় তুলে নিয়েছিল জাহানারারা। টি-টোয়েন্টিতে তার অভিষেক ২০১২ সালের ২৮ আগস্ট। একই প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচেও ১ বল হাতে রেখে ৪ উইকেটে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। 

জাহানারা আন্তর্জাতিক আসরে ওয়ানডে ম্যাচ খেলেছেন ৪৭টি, উইকে♌ট পেয়েছেন ৪৪টি। টি-টোয়েন্টিতে তার ম্যাচের সংখ্যা ৭৩টি। উইকেট পেয়েছেন ৫৬টি। তার সেরা বোলিং ফিগার ꦰ৫/২৮।