সাব্বির-মিরাজকে ওপেনিংয়ে সময় দিতে চান তামিম

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ১১:২০ পিএম

এশিয়া কাপ থেকেই শোনা যাচ্ছিলো মেইক শিফট ওপেনারে ভরসা করবে বাংলাদেশ। এশিয়া কাপের প্র♔থম ম্যাচে সেটা না ঘটলেও দ্বিতীয় ম্যাচে তাই হয়েছে। শুধু꧋ তাই নয়, এরপর আরব আমিরাত সফর এমনকি ত্রিদেশীয় সিরিজেও একই ঘটনার পুনরাবৃত্তি। মেইক শিফট ওপেনারেই ভরসা করছে টিম ম্যানেজমেন্ট। এবার দুই মেইক শিফট ওপেনার মেহেদি হাসান মিরাজ ও সাব্বির রহমানের জন্য সময় চেয়েছেন ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল।

নতুন কোচ শ্রীধরন শ্রীরাম আসারꦛ পরই মেইক শিফট ওপেনার নিয়ে চিন্তা ভাবনা করছে বাংলাদেশ দল। মাঠেও চলছে তার প্রয়োগ। ইতিমধ্যেই তাদের সাফল্য-ব্যর্থতাও পাল্লায় মাপা শুরু হয়েছে। এমন অবস্থায় তাদেরকে ওপেনিংয়ে রাখা উচিত কি-না তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে।

শুক্রবার (৭ অক্টোবর) রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তামিম ইকবাল। বলে⛄ন, “আমি সাব্বির বা মিরাজকে এখনই বাদ দিতে চাই না। ওদেরকে সময় ও সুযোগ দেওয়া উচিত। যদি তারপরেও করতে না পারে, তাহলে পরিকল্পনায় বদল এনে ওদেরকে সরানো যেতে পারে।”

বাংলাদেশ দল মেইক শিফট ওপেনারে ভরসা রাখলেও দেশসেরা তামিমের চাওয়া ওপেন করুক উদ্বোধ෴নী ব্যাটাররাই। বলেন, “আমার মনে হয়, যারা ওপেন করে তাদেরকে দিয়ে ওপেন করানো উচিত। এটা নিয়ে তাদের যদি অন্য কোনো প্ল্ꦗযান থাকে তাহলে সেটাকে আমি ভুল বলতে পারবো না।”

নতুন কোচ আসায় টি-টোয়েন্টিতে ওপেনিং নিয়ে অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে বলে মনে করেন তামিম। নতুন কোচ শ্রীধরন শ্রীরাম শুধুমাত্র টি-টোয়েন্টিতে কা♒জ করায় তামিমের সাথে কাজ করার কোনো সুযোগ হয়নি তার। তাই কোচ কিংবা তার পরিকল্পনা নিয়ে মন্তব্য করতে নারাজ তামিম।

তিনি বলেন, “যখন একজন নতুন কোচ আসে, তখন নতুন একটা প্ল্য🌸ানিং নিয়ে আসে। আমি এখনো ওই কোচের সাথে কাজ করি নাই। বা তার প্ল্যানিং-মেন্টালিটি আমি জানি না। যদি না জেনে আমি বলে দেই, তাহলে এট👍া ঠিক হবে না।”