বিশ্বকাপের আগ মুহূর্তে দায়িত্ব ছাড়লেন ক্লুজনার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ০৫:৩০ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে আর ১০ দিনও বাকি নেই। এমন সময়ই জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন দেশটির ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার। অন্য জায়গায় কোচিং করাবেন🐠, এমন চিন্তাভাবনা থেকেই দায়িত্ব ছেড়েছেন এই প্রোটিয়া।

দায়িত্ব ছাড়ার পর অবশ্য কোনো কথা বলেনন𝓡ি ল্যান্স ক্লুজনার। বিষয়টি নিয়ে বিবৃতিতে দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। সেখানেই জানানো হয়েছে, অন্য জায়গায় কোচিং করাবেন বলে দায়িত্ব ছেড়েছেন তিনি।

বিবৃতিতে ক্লুজনারকে ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেট জিম্বাবুয়ের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি। তিনি বলেন, “আমরা ক্লুজনারের কাছে কৃতজ্ওঞ। আমাদেরকে বিশ্বকাপের মূল পর্বের যোগ্যতা পাইয়ে দেওয়ার জন্য 🐠ধন্যবাদ।”

জিম্বাবুয়ের ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার 🃏আগে আফগানিস্তান জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন ক্লুজনার। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই দায়িত্ব ছাড়েন। এর আগে ২০১৬-১৮ সালে জিম্বাবুয়ের ব্যাটিং কোচের পদ সামলেছেন এই প্রোটিয়া।

ধারণ🔯া করা হচ্ছে, নিজ দেশের নতুন ফ্রাঞ্চাইজি লিগে কোচিং করাবেন ক্লুজনার। ডারবান সুপার জায়ান্টসের হেড কোচ হিসℱেবে তার নাম উচ্চারিত হচ্ছে।