হ্যাটট্রিকে অভিষেক রাঙালেন ফারিহা তৃষ্ণা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০৪:২৫ পিএম
হ্যাটট্রিকের পর তৃষ্ণাকে ঘিরে সতীর্থদের উল্লাস / ছবি- এসিসি

মাত্র ৫ ওয়ানডে খেলার অভিজ্ঞতায় এশিয়া কাপে টি-টোয়েন্ট💫ি ফরম্যাটে অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে ২০ বছর বয়সী তৃষ্ণার শুরুটা দারুণ। অভিষেকেই পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। এতে রেকর্ডবুকেও উঠেছে তার নাম।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সিলেটে বাংলাদেশের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না মালয়েশিয়ার মেয়েদের। পাওয়ার প্লেত🌼ে যাচ্ছেতাই ব্যাটিং করা মালয়েশিয়ার মেয়েরা বিপদে পড়ে ৬ষ্ঠ ওভারে।

🐷পাওয়ার প্লেতে নিজের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন ফারিহা তৃষ্ণা। প্রথম দুই ওভারে ৬ রান দেওয়া তৃষ্ণা, তৃতীয় ওভারের প্রথম বলেই দেন দুই রান। অবশ্য পরের তিন বলে প্রতিপক্﷽ষের তিন ব্যাটারকে বোকা বানান।

দ্বিতীয় বলে মালয়েশিয়া 💫অধিনায়ক উইনিফ্রেড দোরাইসিনগমকে বোল্ড আউট করেন ফারিহা। পরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনে নামা মাস এলিসা। ওভারের চতুর্থ বলে আবারো বোল্ড মালয়েশিয়ান ব্যাটার। এবার ফারিহা তৃষ্ণার বলে বোকা বনে যান মাহিরাহ ইজ্জাতি ইসমাইল। এতেই স্বপ্নের মতো শুরু তৃষ্ণার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পথচলা। বাংলাদেশের ৩৩তম নারী টি-টোয়েন্টি ক্রিকেটার ফারিহা তৃষ্ণা।

হ্যাটট্রিকের পর অবশ্য আর কোনো উইকে✱ট পাননি ফারিহা। শেষ পর্যন্ত ম্যাচে তার বোলিং ফিগার দাঁড়ায় ১২ রানে ৩ উইকেট। বোলিং করেছ🧜িলেন নিজের কোটার পুরোটা।

টি-টোয়েন্টি ফরম্যাট🔯ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিকের স্বাদ পান ফারিহা তৃষ্ণা। এর আগে ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে এই  ফরম্যাটে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছিলেন ফাহিমা খাতুন।

মেয়েদের আন্তর্🐟জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকে হ্যাটট্রিকের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ২০১৯ সালে নেপালি স্পিনার অঞ্জলি চাঁদ অভিষ🔯েকেই হ্যাটট্রিক করেছিলেন। মালদ্বীপের বিপক্ষে এই রেকর্ড গড়েন অঞ্জলি।