তিন হাজার রানের রেকর্ডে কোহলির পাশে বাবর আজম

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ১১:২৫ পিএম

ইংলিশ পেসার রিচার্ড গ্লেসনকে লং অনের বাউন্ডারি দিয়ে ৮৪ মি😼টার ছক্কা হাঁকিয়ে দারুণ এক রেকর্ড গড়ꦺেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এখন বিরাট কোহলির সাথে যৌথভাবে টি-টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রানের মাইলফলক ছোঁয়া ব্যাটার তিনি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্✨ডের বিপক্ষে সাত ম্যাচ সিরিজের ৬ষ্ঠ টি🌠-টোয়েন্টিতে এই রেকর্ড গড়েন বাবর আজম।

ইংল্🔴যান্ডের বিপক্ষে ৬ষ্ঠ টি-টোয়েন্টিতে তিন হাজার রান থেকে ৫২ রান দূরে থেকে ব্যাটিংয়ে নামেন বাবর আজম। ইনিংসের ১৬তম ওভারে ছক্কা হাঁকিয়ে বিরাট কোহলির পাশে বসেন।

ক্যারিয়ারের ৮১তম ইনিংসে এসে তিন হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এই ব্যাটার। সমান সংখ্যক ইনꦏিংসে এই রেকর্ড ছুঁয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

১০০ ইনিংসের কম খেলে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পেরেছেন এই দুই ব্যাটারই। দ্বিতীয় স্থানে থাকা মার্টিন গাপটিলের লেগেছিল ১০১ ইনিংস। ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা তিন হাজার রান ছুঁয়ে𝓡ছেন ১০৮তম ইনিংসে। চতুর্থ স্থানে থাকা আইরিশ ব্যাটার পল স্টার্লিং খেলেছিলেন ১১৩ ইনিংস।