খেলোয়াড়দের সঙ্গে খারাপ আচরণের♕ অভিযোগে জাতীয় দলের ম্যানেজারের পদ হারিয়েছেন সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। তার পরꦜিবর্তে দায়িত্ব পালন করবেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দৈনি🐓ক সমকালের এক প্রতিবেদনে 🧸জানানো হয়, ক্রিকেটারদের অভিযোগের ভিত্তিতেই নাফিস ইকবালকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
সংযুক্ত আরব আমিরাত সিরিজেই নিজের শেষ দꦓায়িত্ব পালন করেছেন নাফিস ইকবাল। নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। তিনি জানান, ক্রিকেটারদের অভিযোগের ভিত্🎐তিত✱েই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। এর পর থেকেই ভারপ্র🦄াপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন নাফিস ইকবাল। তখন থেকে বাংলা💮দেশ দলের সব কটি সিরিজেই দায়িত্ব ছিলেন।
মূলত জিম্বাবুয়ে সিরিজের পর থেকেই ম্যানেজার নাফিস ইকবালের বিরুদ্ধে অভিযো♏গ করেন ক্রিকেটাররা। বিষয়টি নিয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ🍌 সুজনের কাছেও অভিযোগ দিয়েছিলেন।
বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার আগেই ম্যানেজার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বিশ্ব🌟কাপ শেষে নতুন ম্যানেজার নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা করছেন বিসিবি। এর আগ পর্যন্ত রাবিদ ইমামই হবেন ✤দলের ম্যানেজার।