দ্বিতীয় ম্যাচেও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৮:০৪ পিএম

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যꩵাচেও আগে ব্যাটিং করবে নুরুল হাসান সোহান বাহিনী। বাংলাদেশ একাদশে রয়েছে দুই পরিবর্তন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম🏅্বর) একাদশে দুই পরিবর🎃্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দুই পেসার শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

শরিফুল ও মোস্তাফিজের বদ👍লি হিসেবে খেলবেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। প্🌃রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওপেনিং করবেন সাব্বির রহমান ও মেহেদি হাসান মিরাজ।

ছুটি নেওয়ায় এই সিরিজে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে সহ-অধিনায়ক নুরুল হাসান সোহানের ন🦩েতৃত্বে খেলছে।

বাংলাদেশ একাদশ
সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি রাব্বি, ম෴োসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।

আরব আমিরাত একাদশ
মোহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, আরিয়ান লাকরা, ভৃত্য অরবিন্দ, সিপি রিꦆজওয়ান, বাসিল হামিদ, আয়ান আফজাল খান, জাওয়ার ফরিদ𒁃, কার্তিক মায়াপ্পন, সাবির আলি ও জহুর খান।