‘ঈদের মতো লাগছে, ওরাও আমাকে সাফল্যের অংশীদার ভাবে’

পার্থ প্রতীম রায় প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৮:২৮ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপজয়ী বাং𒅌লাদেশ নারী ফুটবল দল দেশজুড়ে পা𒆙চ্ছে একের পর এক সংবর্ধনা। এবার তাদের এই সাফল্যে সংবর্ধনার আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এই অনুষ্ঠানে সাবিনা-সানজিদারা এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া উয়েফার উপহার দেওয়া বাসে।

এই সংবর্ধনা অনুষ্ঠানে ফুটবলারদের পাশাপাশি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও। মেয়েদের সাফল্য উদযাপনে সবাই ফুটবলা🅠রদের পাশাপাশি কৃতিত্ব দিচ্ছে ফেডারেশনকে। পুরো লাইমলাইটজুড়েই কোচ-ফুটবলার ও কর্মকর্তারা।

লাইমলাইটের বাইরে থেকেও মেয়েদের এই সাফল্য উপভোগ করছেন মেয়েদের বহনকারী বাসের চালক মোহাম্মদ আলমগীর আলম দুলাল। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের সঙ্গে ক💧থা বলেছেন তিনি।

সংবাদ প্রকাশ: আপনার নাম কী?
মোহাম্মদ আলমগীর আলম দুলাল: আমার নাম মোহাম্মদ আলমগীর আলম দুলাল।

সংবাদ প্রকাশ: সাফজয়ী মেয়েদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, এটার অনুভূতিটা কী রকম?
দুলাল: ঈদের মতো লা🐻গছে। দুই বছর ধরে মেয়েদের সঙ্গে আছি। এ✃ই রকম সময় আসবে, এই ধারণা ছিল। মেয়েদের সাফল্যে আমার খুবই ভালো লাগছে।

সংবাদ প্রকাশ: সাফজয়ের আগে ও পরে মেয়েদের নিয়ে এভাবে ঘোরাটার পার্থক্যটা কেমন লাগছে?
দুলাল: আগে তো মেয়েদের অনুশীলন নিতাম আর যেতাম। এখন তো ওদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হচ্ছে। এটা আমার কাছে একর♔কম ঈদের মতো লাগতেছে। চ্যাম্পিয়ন হইছে, এরপর থেকেই বিষয়টা পরিবর্তন হয়ে গেছে। ওরা আরও সাফল্য এনে দিবে।

সংবাদ প্রকাশ: এই সাফল্যের পর মেয়েদের সঙ্গে থাকার আপনার অনুভূতি কী?
দুলাল: ওরা তো আমꦰার সন্তানের মতো। ওদের সাফল্য মানে তো  সন্তানেরও সাফল্য। ওরꦿা ভালো খেললে আমারও ভালো লাগে।

সংবাদ প্রকাশ: যেহেতু দুই বছর ধরে ওদের সঙ্গে আছেন। আপনিও ওদের সাফল্যের অংশীদার। এটা ভেবে কেমন লাগছে?
দুলাল: মেয়েরা আম🍸াকেও ওদের সাফল্যের অংশীদার ভাবে। সাফ জয়ের পর মেয়েদের সঙ্গে আমার সময়টা ভালো কেটেছে। আমার মনে হয়, ওরা সাফল্য এনে দেবে।

সংবাদ প্রকাশ: আপনাকে ধন্যবাদ।
দুলাল: আপনাকেও ধন্যবাদ।