ঘানাকে হারিয়ে বড় জয় ব্রাজিলের

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ১১:১৬ এএম

ফ্রা▨ন্সের লু আভহাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল-ঘানা🌜। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

র‍্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে থাকা ঘানার বিপক্ষে শুরু থেক🌌েই দাপটের সঙ্গে খেলে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধেই সবগুলো গোল আদায় করে সেলেসাওরা। রিচার্লিসন জোড়া গোল আদায় করেন, নেইমার করেন জোড়া অ্যাসিস্ট।

ম্যাচের ৯ম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। রাফিনহার কর্নার কিকে লাফিয়ে হেডে গোল ক🍸রে দলকে এগিয়ে নেন পিএসজির ডিফেন্ডার মার্কোইনস। দলের ১৫ মিনিটে অবশ্য নিজেই গোল আদায় করতে পারত বার্সেলোনার খেলোয়াড় রাফিনহা। কিন্তু লক্ষ্য ঠিক রাখতে পারেননি তিনি।

ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিচার্লিসন। ডি-বক্সের ভেতর নেইমারের পাসে প্রতিপক্ষের গোলরক্ষককে প🐟রাস্ত করতে ভুল করেননি ২৫ বছর বয়সী ব্রাজিল তারকা।

একই জুটি ম্যাচের ৪০ মিনিটে দলের ব্যবধান🌳 ৩-০ করে। বাঁ দিক থেকে নেইমারের ফ🅷্রি কিকে হেডে গোল করেন রিচার্লিসন।

প্রথমার্ধের দাপটের খেলার পর দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলার গতি মন্থর হয়ে যায়। অবশ্য প্রতিপক্ষ ত🔜াতে কোনো সুযোগ আদায় করতে পারেনি। ব্রাজিলও ম্যাচের বাকি সময় গোলের সুযওোগ তৈরি করতে ব্যর্থ হলে ৩-০ গোলের ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।

কাতার বিশ্বকাপের আগে আর একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী মঙ্গলবার তিউনিসিয়ার মুখোমুখি হব𝄹ে তিতের শিষ্যরা।