ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ন💧তুন দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে নিজের প্রথম ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখাতে পারেননি তিনি। ব্যাট হা🌳তে রানের খাতা খোলার আগেই বিদায় হন। তবে বল হাতে পেয়েছেন ১ উইকেট।
বৃহস্পতিবার (💟২১ সেপ্টেম্বর) ম্যাচে গায়ানা মুখোমুখি হয়েছিল সাকিবের দল জ্যামাইকা তালাওয়াস। দলটিকে ১২ রানে হারায় সাকিবরা।
টস জিতে জ্যামাইকা গায়ানাকে ব্য🌟াট করার আমন্ত্রণ জানায়। রহমতউল্লাহ গুরবাজ শূন্য রানে আউট হন দলীয় ৮ রানে। ওপেনিংয়ে শুরুটা ভালো না হলেও সাই হোপের ৪৫ বলে ৬০ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৭৮ রানꩲ তোলে গায়ানা।
জবাবে ব্যাট করতে নেমে ♕ওপেনার ব্রান্ডন কিং খেলেন ১০৪ রানের চমৎকার ইনিংস। তার শতকটি আসে মাত্র ৬৬ বলে। তবে বাকি ব্যাটারদের কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। ব্যাটিং ব্যর্থতায় ১৯.৫ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায় জ্যামাইকার ইনিংস। গায়ানা জয় পায় ১২ রানে।
সাকিব ম্যাচে চার নম্বরে ব্যাটিং করার সুযোগ পান। তবে আউট হয়ে যান প্রথম বলেই। অন্যদিকে, বল হাতে প্রথম বলেই তাকে হ🐠জম করতে হয় ছয়। ৩ ওভারই প্রতিপক্ষকে রান উপহার দিয়েছেন। অবশ্য শেষ ওভারটি চমৎকার করেন। তিনি ১টি উইকেটও পান।