বাফুফে ভবনে নারী ফুটবল দল

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৭:৪৯ পিএম

দীর্ঘ যাত্রা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে♐ পৌঁছেছেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল।

বুধবার (২১ সেপ্টেম্বর) সন্꧅ধ্যা সাড়ে ৭টার দিকে তারা সেখা🌌নে পৌঁছান।

তাদের বড় করে সংবর্ধনা দেবে সংস্থাটি। সেখানেই সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের মুখোমু♐খি হবেন সাবিনা-কৃষ্ণারা।

এর আগে দুপুর দুইটায় শাহজালাল আন্তর্জܫাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে বাফুফের উদ🎀্দেশে রওনা হন তারা।

দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে ছ🐟িল সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।