বিজয়ী বেশে দেশে ফেরা ফুটবল নারী দলের প্রথম সꦫংবাদ সম্মেলন আয়োজিত হওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলন শুরু হলেও সময়ের অভাব দেখিয়ে তা বাতিল করে বাফুফে।
♋বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সাবিনা-সানজিদারা।♐ সকাল থেকে তাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বাফুফে কর্মকর্তা ও সমর্থকরা।
দেশের ফুটবলকে আবারও জাগ্রত করা মেয়েদের দেশে ফেরার কার্যক্রম কাভার করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অসংখ্য সংবাদকর্💃মী। তাদের অতিরিক্ত চাপেই সাবিনাদের বের হওয়ার পথ তৈরি করতে বেশ হিমশিম খেতে হয়।
ফলে বাধ্য হয়েই সংবাদ সম্মেলন বাতিল 🐲করে দেয়🐈 বাফুফে। তবে মতিঝিলে বাফুফে ভবনের নির্ধারিত সংবাদ সম্মেলন হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।