বাংলাদেশকে খেলতে আমন্ত্রণ জানানোর অবস্থায় নেই আফগানিস্তানের

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৭:৪৯ পিএম

বাংলাদেশ ‘এ’ দল গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। এরপরই তাদের দ্বিপাক্ষীয় সিরিজ ছ🌱িল আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরাতকে ভেন্যু করে সিরিজের সময়সূচির বিষয় চূড়ান্তও ছিল। কিন্তু বাতিল হয়ে গেছে আফগানদের বিপক্ষে সিরিজটি।

এই সিরিজে দুটি চারদিনের ম্যাচ, তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল। ক্রিকেটাদের নিজেদের ঝালাই করে নেওয়ার সুযো🌠গ তৈরি হতো এই সিরিজের মাধ্যমে। আফগানিস্তানের পক্ষ থেকেই সিরিজ বাতিলের কথা জানানো হয়েছে। বাংলাদেশকে এখন খেলতে আমন্ত্রণ জানানোর অবস্থায় নেই দেশটি। ধারণা করা হচ্ছে, আর্থিক সঙ্কটের কারণে আপাতত সিরিজ আয়োজন থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে দেশটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজা🏅ম উদ্দিন চৌধুরী সুজন বাংলাদেশ ‘এ’ দলের আফগানিস্তানের  বিপক্ষে সিরিজ বাতꦺিল হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আফগানিস্তানের অর্থনৈতিক সমস্যা কী না আমি বলতে পারব না। আরেক বোর্ডের কী সমস্যা এটা আমি বলার কেউ না। তারা আমাদের অনুরোধ জানিয়েছে রি-শিডিউলের জন্য। অন্য সময়ে এই সিরিজগুলোই রি-শিডউল হবে।”

সিরিজ বাতিল হওয়ার এই সময়ে অন্য দেশের সাথে খেলার বিষয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে 🧸নিজাম উদ্দিন চৌধুরী আরও বলেন, “যেহেতু সময়টা খালি আছে আমরা অন্য দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। চেষ্টা আছে এ সময়ের মধ্যে অন্য সিরিজ আয়োজন করার। দেখা যাক কী হয়।”