টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২, ০৮:০৩ পিএম

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে ভারত জিতেছে শ্র🌺ীলঙ্কা। কেবল 🧸আজকের ম্যাচের ফলাফই বলে দিবে ফাইনালের পথে কারা।

এমন পরিস্থিতিতে দুবাইতে সু💖পার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হলো ভারত এবং শ্রীলঙ্কা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রান তাড়া করে জয় পাওয়াটা সহজ। এ কারণে এখানে টস খ💛ুব গুরুত্বপূর্ণ।

সেই গুরুত্বপূর্ণ অংশেই জয় পেয়েয়ে শ্রীলঙ্কা এবং টস জিতেই ভারতকে ব্🦋যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে দাসুন সা♍নাকা।

ভারতের একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, দিপক হুদা, হার্ডিক পান্ডিয়া, রবি🌸শচন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, অর্শদ্বীপ সিং।

শ্রীলঙ্কার একাদশ: কুশল মেন্ডিস, পাথুন নিশাঙ্কা, চারিথা আশালঙ্কা, ধানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপক্ষে, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চা🤡মিকা করুনারত্নে, মহেশ থিকসানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুসকা।