সুপার ফোরের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২, ০৮:১৬ পিএম

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানি༒স্তানের বিপক্ষে শনিবার (৩ সেপ্টেম্বর) টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

ম্যাচে এক পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে আফগানিস্তꦓান। অসুস্থ থাকায় একাদশ থেকে বাদ পড়েছেন আজমতউল্লাহ ওমরজাঈ। তার পরিবর্তে দলে ঢুকেছেন সামিউল্লাহ শিꦏনওয়ারি।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে যে একাদশ নিয়ে জিতেছিল, সꦐেই ১১ প্লেয়ারকে নিয়েই খেলতে নেমে💦ছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, দানুস্কা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা ক🃏রুনারত্নে, মহেশ থিকশানা, আসিথা ফার্নান্দো ও দিলশান মদুশাঙ্কা।

আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাঈ, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবউ♌ল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, সামিউল্লাহ শিনওয়ারি, রশিদ খান, নাভিন উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী।