‘ব্যবসায় পরিণত হচ্ছে টি-টোয়েন্টি, টেস্টই সেরা’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২, ০৬:২০ পিএম

বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি সংস্করণই সবচেয়ে জনপ্💮রিয় বলে সর্বমহলে বিবেচিত। এক কথায় একচেটিয়া আধিপত্য চালাচ্ছে ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণটি। এতে ম্লান হতে বসেছে ওয়ানডে ক্রিকেট। এরই মধ্যে টি-টোয়েন্টির ওপর বেশি গুরুত্ব দিয়ে অনেক দলের নামি-দামী খেলোয়াড়েরা এক সময়ের জনপ্রিয় সংস🍎্করণ ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। অথচ বছর বিশেক আগেও এ ক্রিকেটের অস্তিত্ব ছিল না।

সম্প্রতি আইসিসি যে সফরসূচি ꦰতৈরি করছে, সেখানে তারা টি-টোয়েন্টিকে বেশি গুরুত্ব দিয়ে ওয়ানডে ও টেস্ট ম্যাচগুলোকে কাটছাঁট করা হয়েছে।

ক্রিকেটের এমন প🌌রিস্থিতে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকেই ক্রিকেটের ভবিষ্যৎ বলে মনে করছেন অনেক ক্রিকেট বোদ্ধারা।

এ বিষয়ে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ও টেস্ট অধিনায়ক বেন স্টোকস মনে করেন, ট🐷ি𝄹-টোয়েন্টি ক্রিকেট ক্রমশই ব্যবসায় পরিণত হচ্ছে। তিনি মনে করেন টেস্টই ক্রিকেটের আসল চূড়া।  

ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী এবং দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের🌞 মতো কারও কারও ধারণা🙈, টেস্ট ক্রিকেট ভবিষ্যতে পাঁচ থেকে ছয় দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে।

এ প্রসঙ্গে কথা বলতܫে গিয়ে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক টেনে আনেন টি-টোয়েন্টিকে।

তিনি বলেন, “দেখুন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন🏅 ✤দেশে দেশে ছড়িয়ে গেছে। বলা যায় কিছু মুষ্টিমেয় মানুষের জন্য টি-টোয়েন্টি এখন ব্যবসায় পরিণত হয়েছে। কিন্তু এতে ক্রিকেটের ভালোও আছে। সুযোগ বাড়ছে, যা ১৫ বছর আগেও ছিল না। ক্রিকেটের বাইরের জীবন, নিরাপত্তা এবং টাকা এগুলো কিন্তু ১৫ থেকে ২০ বছর আগেও ছিল না।”