তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটিতে পরাজয়ের পর ঘুরে দ𒁃াঁড়ানো তো দূরের কথা, জিম্বাবুয়ের বিরুদ্ধে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করেছে টাইগাররা।
এনামুল হক বিজয়ের ৭০ বলে ৭৬, আফিফ হোসেনের ৮১ বলে ৮৫, আর মাহমুদুল্লাহ রিয়াদের ৬৯ বল খরচ করে ৩৯ ছাড়া সম্মানজনক রান দেখা দেয়নি কারো😼 ব্যাটে।
শুরুতে তামিমের রান আউটের পর ৪ বলের ব্যবধানে শূন্য রানে ফেরেন ন🐎াজমুল ও মুশফিক। চাপ সামাল দিতে ওয়ানডে ম্যাচে টেস্ট মেজাজে ৬৯ বলে ৩৯ রান করেন মাহমুদউল্লাহ।
দলীয় ১২৪ রানে এনামুল ফেরার পর আফিফে💟র সঙ্গে মাহমুদউল্লাহর জুটিতে রান আসে ৪৯। এরপর আর আফিফকে সঙ্গ দিতে পারেনি কেউ। ৬টি চার আর🍃 ২টি ছক্কায় ৮৫ রান তুলে নেন তিনি।
মেহেদি হাসান মিরাজ ১৪ রানে ফেরার পর ত🌳াইজুল ইসলাম আর হাসান মাউমুদ দুজনই শূন্য রানে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৫৬ রানে থামে সফরকারীদের ব্যাটিং ইনিংস।
প্রথম দুই ♛ওয়ানডেতে ৩০৩ ও ২৯০ রানের পর এই স্কোর খুব একটা পার্থক্য গড়তে পারবে কি না তা নিয়ে শঙ্কা থেকেই🍷 যাচ্ছে।