জিম্বাবুয়ের কাছে লজ্জার হার বাংলাদেশের

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৫, ২০২২, ০৯:৪১ পিএম

টি-টোয়েন্টি সিরিজে হারের সমালোচনার রেশ কা💛টতে না কাটতেই বাংলাদেশ এবার হেরে গেল তাদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও। এই ফরম্যাটে পারফরম্যান্সে বড় দলগুলোর সঙ্গে পাল্লা দেওয়া টাইগাররা এবার ৩০৩ রান করেও জি🌟ম্বাবুয়ের কাছে হেরেছে।

শুক্রবার (৫ আগস্ট) হারারেতে সিরিজের প্রথম ওয়ান𝓰ডেতে সিকান্দার রাজা আর ইনোসেন্ট কায়ার জোড়া সেঞ্চুরিতে ভর করে ৩০৪ রানের লক্ষ্য ৫ উইকেট আর ১০ বল হাতে রেখেই পেরিয়ে গেছে জিম্বাব♚ুয়ে। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন রাজা। ১০৮ বলে ৮ বাউন্ডারি আর ৫ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ১৩৫ রানে।

অথচ বড় লক্ষ্য তাড়া⛎ করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা একদমই ভালো ছিল না।

ওয়ানডে সুপার লিগ চলছে, তামিম ইকবালদের অবস্থান দ্বিতীয় সেখানে। সিকান্দার রাজারা? এখনও ওয়ানডে র‌্যাংকিংয়ের ১৫তে। কিন্তু সেসব ভুলে কী অসাধারণ এক জয়ই না তুলে নিয়েছে জিম্বাবুয়ে। হারারেতে তি🃏ন ম্যাচ💝 ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতেছে ৫ উইকেটে।

এতে জিম্বাবুয়ে ইতি টানল ৯ বছর আর ১৯ ম্যাচের অপেক্ষার। সেই ২০১৩ সালের ৮ মে এসেছিল শেষ জ෴য়টি, এলো আবার শুক্রবার।