সাবেক ফুটবলার বদরুলের মৃত্যুতে শোকাহত ক্রীড়াঙ্গন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ০৭:১৫ পিএম

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল ইসলাম 𝓰খান মারা গেছেন।

বুধবার (২০ জুলাই) ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যৃবরণ করেন (ইন্না লিল্লাহি ও♚য়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বদরুল ইসলাম খানের মৃত্যুতে গভীর💙 শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‍‍`বদরুল ইসলাম খান সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে সফলভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি দক্ষিণাঞ্চলের ক্রীড়ার মান উন্💦নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। তার মৃত্যু ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। ক্রীড়াঙ্গনে তার যে অনন্য অবদান, তা চিরকাল প্রদীপ্ত থাকবে।‍‍`

শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুꦇমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবꦆং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিসহ অন্যান্য কর্মকর্তা বদরুল ইসলাম খানের মৃত্যুতে শো🐲ক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি স📖মবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বদরুল ইসলাম খান। মৃত্যুকালে স্ত্রী,🐎 ১ ছে🎀লে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।