লাতিন আমেরিকার সবচেয়ে জমজমাট ফুটবল প্রত🐈িযোগিতা কোপা আমেরিকায় অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছে ব্রাজিল নারী ফুটবল দল। গ্রুপ পর্বের টানা তিন ম্যাচে জয়ের ফলে বি গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। সবশেষ ভেনেজুয়েলাকে ৪-০ গোলে উড়িয়েไ সেমির টিকিট কেটেছে সেলেসাওরা।
মঙ্গলবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় ভোরে কলোম্বিয়াতে অনুষ্ঠিত এবারের আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিল সাতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও ভেনে💝জুয়েলা। ম্যাচে দেবিনহা ক্রিস্টিন অলিভেইরার জোড়া গোল এবং অ্যারি বোরগেস ও বেত্রিজ জানেরাত্তো হোয়াও একটি করে গোল করে সেমির টিকিট নিশ্চিত করে ব্র🎀াজিল।
নারী কোপা আমেরিকায় বি গ্রুপে এখন পর্যন্ত তিন ম্যাচের সবকয়টি জিতেছে ব্রাজিল। পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে তারা। সমান ম্যাচে সমান ৬ পয়েন্ট করে 𝔍রয়েছে আর্জেন্টিনা ও ভেনেজুয়েল🧔ার। যে কারণে শুক্রবার (২২ জুলাই) নিজেদের শেষ ম্যাচে ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার মধ্যকার শেষ ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনালে।
তবে ব্রাজিলের জয়ে সহজ হয়েছে আর্জেন্টিনা নারী দলের সেমি ফাইনালের পথ। এই ম্যাচটি যেকোনো ব্যবধানে ড্র করলেই সেমিফাইনালে ব্রাজিলের সঙ্গী হবে লা আলবিসেলেস্তেরা। কারণ তিন ম্যাচে নয় গোল করে চౠারটি হজম করেছে আর্জেন্টিনা। ফলে তাদের গোল ব্যবধান (+৪)। অন্যদিকে তিন গোলের বিপরীতে চারটি হজম করেছে ভেনেজুয়েলা। তাই তাদের গোল ব্যবধান এখন ঋণ꧋াত্মক (-৪)।
গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচটি শুধু ড্র করলেই চলবে আর্জেন্টিনার। অন্যদিকে জয় ব্যতীত আর কোনো পথ খোলা নেই ভেনেজুয়েলার সামনে। ব্রাজিলের কাছে হেরে🐭 যাওয়াতেই এমন সমীকরণের সামনে এখন 🔯ভেনেজুয়েলা।
অন্য গ্রুপে স্বাগতিক কলোম্বিয়া টꦏানা তিন ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। প্যারাগুয়ে ও চিলি সমান দুটি করে জয় নিয়ে সেমির দৌড়ไে টিকে আছে।