টেনিস তারকা জকোভিচের প্রিয় খেলা ফুটবল!

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ১, ২০২২, ০৭:৪৩ পিএম
ছবি সংগৃহীত

টেনিস বিশ্বের অন্যতম তারকা অ্যাথলেট নোভাক জকোভিচ। সাবেক এই নাম্বার ওয়💮ান টেনিস কোর্টে 𝓀অর্জন করেছেন ২০টি গ্র্যান্ড স্লাম। স্বাভাবিকভাবে টেনিসই তার ধ্যান-জ্ঞান হওয়ার কথা। কিন্তু শুধু কোর্টেই সময় কাটে না তার, প্রায় সময় বেরিয়ে পড়েন ফুটবল ম্যাচ দেখতে। জকোভিচের প্রিয় ক্লাব ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। আর তার খুব কাছের বন্ধু সুইডিশ ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেন খেলতে জকোভিচ যখন মেলবোর্নে গিয়ে আটক হয়েছিলেন, ঠিক তখꩲন মিলানের সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ তার পক্ষে বেশ স🌠রব ছিলেন। যদিও তার আগে থেকেই তাদের বন্ধুত্বের উদাহরণ পাওয়া যায়।  

জকোভিচের ফুটবল প্রতি প্রেমের একটি উদাহরণ দেওয়া যাক তার সাম্প্রতিক সময়ের একটি ঘটনা দিয়ে। গত মে মাসে সার্বিয়ান এই তারকাকে দেখা গেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে সান্তিয়াগো বার্নাব্যুর প্রেসিডেন্সিয়াল বক্সে। সেখান💦ে বসেই তিনি পুরো ম্যাচ উপভোগ করেছেন।

এছাড়াও মাদ্রিদ ওপেন খেলতে যখন 🥃স্পেনে যান জকোভিচ, তখন লা লিগার খেলাগুলো দেখার সুযোগ মিস করেন না ৩৫ বছর বয়সী তারকা। কিন্তু 💝আপনি মনে করতেই পারেন যে, তিনি হৃদয়ে মাদ্রিদকে ফলো করেন। অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডও জকোভিচের পছন্দের তালিকায় রয়েছে।

এরই মধ্যে চিত্তবিনোদনের জন্য মাঝে মাঝে সতীর্থদের সঙ্গে ফুটবলেও মেতে ওঠেন জক♏োভিচ। বি🌼শ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে বেশ কয়েকটি প্রীতি ফুটবল ম্যাচেও দেখা গেছে তাকে। তাই ছোটবেলা থেকেই টেনিসের সংগে ফুটবলেও যথেষ্ট সময় কেটেছে জকোভিচের।

‘জোকার’🎃-এর ভাষায়, ‘‘যখন ছোট ছিলাম, আমি সব সময় ফুটবল খেলতে চাইতাম। অবশ্যই টেনিসের প্রতি আকাঙ্ক্ষা ছিল বেশি। তাই টেনিস খেলা শুরু করেছিলাম। বাড়িতে আমি সব সময় ফুটবল খেলা দেখতাম। আমি ফুট🔯বল সমর্থন করি। এটা আমার প্রিয় খেলা।’’

উইম্বলডন খেলতﷺে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন জকোভিচ। আগামীকাল শনিবার (২ জুলাই) সেন্টার কোর্টে তৃতীয় রাউন্ডে স্বদেশি মিহির কেচমানোবিচের মুখোমুখি হবেন তিনি।