ঘরের মাটিতে সফরকারী নেপালের সঙ্গে আন্তর্জাতিক সিরিজ খেলছে বাংলাদেশ রাগবি দল। এরই মধ্যে আসন্ন দক্ষিণ এশীয় গেমসে (এসএ গেমস) রাগবিকে অন্তর্ভুক্তি করার প্রস্তাব দিয়েছে এবারের টুর্নামেন্টের স্বাগতিক দেশ পাকিস্তান। এই প্রস্তꦫাবের সঙ্গে একমত পোষণ করেছে নেপাল ও বাংলাদেশ।
বুধবার (২২ জুন) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সঙ্গে নেপাল অলিম্পিক 𝐆এসোসিয়েশনের মহাসচিব নীলেন্দ্র ও এশিয়ান রাগবি ফেডারেশনের সভাপতি কায়েস আব্দুল্লাহ আল দালাই এক সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে এশিয়ান রাগবি ফেডারেশনের সভাপতি বলে🉐ন, ‘‘দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কার রাগবির চর্চা অনেক আগে থেকে। বাংলা🍬দেশ ও নেপালে এই খেলার চল এক দশকের বেশি নয়। তবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাগবি উন্নয়নে অনেক সুযোগ রয়েছে।’’
বাংলাদেশের রাগবির পাশে থাকার কথা জানিয়ไেছেন তিনি আরও বলেন, ‘‘আমরা বাংলাদেশকে আর্থিক ও ট্যাকনিক্যাল সুযোগ সুবিধা দিয়ে থাকি।’’
বর্তমানে বাংলাদেশ এশিয়ান রাগবি ফেডারেশনের পূর্ণ সদস্য꧙ ও 🔯বিশ্ব রাগবি ফেডারেশনের সহযোগী সদস্য। বিশ্ব রাগবি ফেডারেশন বছরে দুই বার (জুলাই ও ডিসেম্বর) পূর্ণ সদস্য প্রদান করে। বাংলাদেশকে আগামী ডিসেম্বরে আবেদন করার পরামর্শ এশিয়ান রাগবি। তবেই রাগবির পূর্ণ সুযোগ সুবিধা পাবে বাংলাদেশ।
নেপাল অলি🌳ম্পিক এসোসিয়েশনের মহাসচিব নীলেন্দ্র রাগবিকে বিশেষ জোর দিয়েছেন, ‘‘আমি বাংলাদেশে এসেছি, রাগবির উন্নয়ন নিয়ে। দক্ষিণ এশিয়ান গেমসে রাগবি অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে আমরা।’’
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আসন্ন এসএ গেমসে জিমন্যাস্টিকেও বিবেচনা করার অনুরোধ জানাবেন স্বাগতিকদের, ‘জিমন্যাস্টিক খেলাটি বেশ আকর্ষণীয়৷ পাকিস্তানকে অনুরোধ করব যাতে এই ডিসিপ্লিন অন্তর্ভুক্ত হয়।’ আগামী বছর পাকিস্তানে এসএ গেমস অনুষ্ঠিত হওয়ার কথা। সেই উপলক্ষে এই মাসের ২৭ জুন একটি অনলাইন সভা রয়েছে। সেই সভার꧟ পর গেমসের বিষয়ে কিছু অগ্রগতি জানা যাবে।