আসন্ন কাতার বিশ্বকাপের বাছাইপর্বে গত বছরের সেপ্টেম্বরে ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনার🥂 চার খেলোয়াড় করোনা প্রটোকল ভঙ্গ করায় খেলা মাত্র পাঁচ মিনিট না গড়াতেই বন্ধ করে দেয় ব্রাজিলের স্বাꩲস্থ্য মন্ত্রণালয়।
এরপর নানান কথা শো🐓না গেলেও শেষ পর্যন্ত আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যেই স্থগিত হওয়া সেই ম্যাচ আয়োজনের সময় বেঁধে দেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এজন্য স্বাগতিক দেশ হিসেবে ব্রাজিলকে বুধবারের মধ্যে সময় ও ভেন্যু নির্ধারণের নির্দেশ দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার (২১ জুন) ফিফার বেঁধে দেওয়া ২২ সেপ্টেম্বরেই ম্যাচটি খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা উভয়ই। বাকি ছিল শুধু ভেন্যু নির্ধারণ। এবার সেটাও নির্ধারণ করে ফেলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
সিবিএফ জানিয়েছে, স্থগিত হওয়া ব্রাজিল-আর্জেꦓন্টিনা লড়াইটি আগের ভেন্যু অ্যারেনা করিন্থিয়ান্সেই অনুষ্ঠিত হবে।
এর আগেꦅ তিনটি ভেন্যুর কথা ভাবছিল ব্রাজিল। প্রথমত ইউরোপের কোনো মাঠে। যাতে করে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে-পরে অন্য কোনো দলের সঙ্গে এক𝓀টি প্রীতি ম্যাচও খেলতে পারে তারা। এটি সম্ভব না হলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা যুক্তরাষ্ট্রে খেলার পরিকল্পনা ছিল ব্রাজিলের।
আর এ দুইটির কোনোটিই না হলে নিজেদের দেশেই ম্যাচটি আয়োজন করার 💮কথা জানায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অবশেষে সেটিই বাস্তব হতে যাচ্ছে যে, বিশ্বকাপের আগে লাতিন আমেরিকার একটা সুপার ক্লাসিকো দেখতে পাবে ফুটবল দুনিয়া।