‘চ্যাম্পিয়ন হওয়ার সময় এখনই’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ২১, ২০২২, ১০:৩০ এএম

ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন। কিন্তু শেষ বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে ২০০২ সালে। এরপর হেক্সা জয়ের মিশনে বারবার🐼ই ব্যর্থ হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

এবার কাতার বিশ্বকাপে সেলেসাওদের চোখ বিশ্বকাপের শিরোপ🦩ার দিকে। একমাত্র সাফল্য হিসেবে ব্রাজিল কোচ তিতে ঘোষণা করেছেন ‘চ্যাম্পিয়ন হওয়ার সমওয়’।

কাতার বিশ্বকাপে এবার গ্রুপ জিতে খেলবে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, ক্যামেরুন ও সার্ব🍨িয়া। আগামী ২৪ নভেম্বর প্রথম সার্বিয়ার বিপক্ষে লড়াই করতে হবে তাদের।

অপর দিকে ট্রফির লড়াইয়ে আরেকটি শক্ত প্রতিপক্ষ আর্জেন্টিনা। কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা ৩৩টি ম্যাচে অপরাজিত। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘতম অপরা🍸জিত দল তারা। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সও কঠিন প্রতিদ্বন্দ্বিতা করবে। ইংল্যান্ডꦕ, বেলজিয়াম, স্পেন ও জার্মানি ফেভারিটদের মধ্যে আছে।

গণমাধ্যমে তিতে 💎বলেন, “আমি আশাবাদী। আমরা বিশ্বকাপে পৌঁছেছি। এখন ফাইনালে ওঠার এবং চ্যা💦ম্পিয়ন হওয়ার পালা। এটাই একমাত্র লক্ষ্য।”

তিনি বলেন, “গত বিশ্বকাপের আগে দলཧের সঙ্গে সময় স্বল্পই পেয়েছি। এবার আমি দীর্ঘ সময় দলকে সময় দিতে পেরেছি। ꦿপ্রত্যাশা বেশি কিন্তু সফলতার জন্য ফোকাস কাজের ওপরই রাখছি।”