সোমবার রাতে কাতারের আহমাদ বান আলি স্টꦦেডিয়ামে মুখোমুখি হয়েছিল পেরু ও অস্ট্রেলিয়া। আন্তমহাদেশীয় প্লে-অফে টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে অস্ট্রেলিয়া।
নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। এরপর অতিরিক্ত সময়ের🃏 ৩০ মিনিটও গোলশূন্য থাকে দুদল। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বদলি গোলরক্ষক হিসেবে অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড মাঠে নামায় অ্যান্ড্রু রেডমেইনকে। কোচকে হতাশ করেননি তিনি। শেষ মুহূর্তে পার্থক্য 𝓀গড়ে দেন এই বদলি খেলোয়াড়ই।
টাইব্রেকারের প্রথম শটে গোল করতে ব্যর্থ হন অস্ট্রেলিয়ার মার্টিন বয়ে☂ল। অবশ্য তার পরের ৫টি শটের একটিও ব্যর্থ হয়নি তাদের। অন্যদিকে, ক্রিস্তিয়ান কুয়েভার ইনজুরিই কাল হয় পেরুর জন্য। তার বদলি হিসেবে মাঠে নামেন ভালেরা। তার শট ঠেকিয়েই দলকে বিশ্বকাপের চূড়ানꦛ্ত পর্বে নিয়ে যান রেডমেইন।
♎এই জয়ের ফলে টানা পঞ্চমবারের মতো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এবার ‘ডি’ গ্রুপে খেলবে। যারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়ার।
বিশ্বকাপের মূলপর্বে খেলবে ৩২ দল। এই ম্যাচের মাধ্যমে চূড়ান্ত হ⛎লো ৩১ দল। মঙ্গলবার একই স্টেডিয়ামে কোস্টা রিকা ও নিউজিল্যান্ড লড়বে মূল মঞ্চের টিকিট পাওয়ার জন্য।