ক্রোয়েশিয়ার কাছে হেরে শিরোপার স্বপ্ন শেষ ফ্রান্সের

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২২, ০৯:২৩ এএম

উয়েফা নেশন্স লিগে সোমবার রাতে মাঠে নেমেছিল গত বিশ্বকাপ আসরের দুই ফাইনালিস্ট ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ম্য🌼াচে ফ্রান্সকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েটরা। ম্যাচের একমাত্র ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন লুকা মদরিচ।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনালে হারার দগদগে ক্ষতে কিছুটা প্রলেপ লাগিয়েছে ক্রোয়েশিয়া। শিরোপার লড়াইয়ে তাদের ৪-২ গোল🐓ে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল দিদিয়ের দেশমের দল।

এবারের নেশন্স লিগে দুই দফা মুখোমুখি হয়েছিল ফ্রান্স-ক্র🙈োয়েশিয়া। গত সপ্তাহে প্রথম দেখা হয়েছিল💧 দল দুটির। ওই ম্যাচের শেষ দিকে পেনাল্টি গোলে হার এড়িয়েছিল ক্রোয়েশিয়া। এবার স্পট কিকেই পেল জয়।

ম্যাচের ৫ মিনিটেই গোল খেয়ে বসে ফ্রান্স। ডি-বক্সে আন্তে বুদিমিরি ফাউলের শিকার হন। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। মদরিচের জোরালো স্পট কিক ফ্রা💫ন্স গোলরক্ষকের হাতে লাগলেও গতির সঙ্গে তিনি পেরে ওঠেননি।

এর মাত্র দুই মিনিট পর ব্যবধান কমানোর দারুণ সুযোগ পায় ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে দূর থেকে শট নেন। কিন্তু গোলরক্ষক সহজেই বল লুফে নেয়। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে দলকে বাঁচাতে পারলেও ক্রোয়েটদের বিপক্ষে ব্যর্থ হন তিনি। মদরিচের একমাত্র গোল শেষ পর্যন্ত 🍌পার্থক্য গড়ে দেয়।

লিগে ৪ꦐ ম্যা🌜চ খেলেছে ফ্রান্স। দুর্ভাগ্য এক ম্যাচও জিততে পারেনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ডেনমার্কের বিপক্ষে হেরে আসর শুরু করেছিল তারা। এরপর গত দুই ম্যাচ পরপর ড্র করেছে ফ্রেঞ্চরা।

গ্রুপে ২ পয়েন্ট নিয়ে তলানিতে ফ্রান্স। এই ম্যাচে হেরে তাদের গ্রুপ সেরা হয়ে ফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ। ডেনমার্ক ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে আছে। ক্রোয়েশিয়া দ্বিতীয়, তিনে অস্ট🅠্রিয়া।