পশ্চিমাকাশে সূর্য অস্ত যেতে না যেতেই মাইক্রোফোন হাতে মাঠে স্থাপিত মঞ্চে উঠে এলেন রবি শাস্ত্রী। এসেই আইপিএল সমাপনি অনুষ্ঠানের সূচনা ঘোষণা করেন। নাম ঘোষণা করেই মঞ্চে উঠে আসেন বলিউড তারকা রনবীর সিং।
মঞ্চে উঠেই দুর্দান্ত নাচ প্রদর্শন করেন এই অভিনেতা। নিজের অভিনিত সিনেমাগুলো থেকে বাছাই করা বেশ কয়েকটি গানের সঙ্গে সহঅভিনেতাদের নিয়ে পারফর্ম করেন রনবীর।
তার ইলেক্ট্রিফাইং পারফরম্যান্সের পরই মঞ্চ দখল করেন অস্কার বিজয়ী সঙ্গীত শিল্পী এআর রহমান। তার সুরের মুর্ছনায় মেতে ওঠে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শক।
জমজমাট সমাপনি অনুষ্ঠানের কারণে আইপিএলের ফাইনাল পিছিয়ে দেয়া হয়েছে আধঘণ্টা। বাংলাদেশ সময় সাড়ে ৮ট🌳ায় শুরু হবে আইপিএলের ফাইনাল।