স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান করে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বো🐠চ্চ ২৮ রান ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। অজিদের হয়ে সোয়েপসন নিয়েছেন ৩ উইকেট।
অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম൩্যাচে টসে জিতে ব্যাটিং নিয়ে๊ছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন সৌম্য সরকার ও 🃏মোহাম্মদ নাঈম শেখ। অজিদের হয়ে আক্রমণে আসেন স্পিনার অ্যাস্টন টার্নার। প্রথম ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২ রান।
ইনিংসের দ্বিতীয় ওভারে হ্যাজলউডের বলে একটি পুল🐠 ও কাট করে দুটি চার মারেন নাঈম শেখ। দ্বিতীয় ওভারে বাংলাদেশ তুলতে পারে দশ রান। পরের ওভারে অ্যাশটন টার্নারকে জায়গা বানিয়ে লং অফ দিয়ে ছয় মারেন সৌম্য সরকার।
কিন্তু দলকে বেশি দূর টানতে পারেননি তিনি। জশ হ্যাজলউডের শর্ট লেংথের বল পুল করতে গিয়ে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে আউট হন সৌম্য। চলতি সিরিজে অবশ্য আজকের ম্যাচেই ব্যক্তিগত সর্বোচ্চ ৮ রান করেন তিনি। এর আ🌜গে সিরিজের তিন ম্যাচে দলের হয়ে 🔯ওপেন করতে নেমে ২, ০ ও ২ রান করেন তিনি। ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৩০ রান।
সৌম্যর আউটের পর দারুণভাবে চেপে সফরকারীরা। ধী🐬রে লয়ে এগোতে থাকেন সাকিব ও নাঈম। হ্যাজলউডের শর্ট বলে কাট করতে গিয়ে উইকেট কিপার ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে আউট হন সাকিব। একটি চারের মাধ্যমে ২৬ বলে ১৫ রান করেন তিনি। তবে এরই মধ্য টি-টোয়েন্টিতে তামিমকে টপকে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হন সাকিব।
আগের ম্যাচের নায়ক মাহমুদউল্লাহর ব্যাট আজ হাসেনি। মিচে♍ল সোয়েপসনের লেগ স্পিনে সুইপ করতে গিয়ে এলবিডব্লু হয়ে ফিরেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ৭ বলের মাঝে সাকিব ও মাহমুদউল্লাহ দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে হারিয়ে♒ ফেলে বাংলাদেশ।
নুরুলও কিছু করতে পারেননি। মিচেল সোয়েপসনের বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফিরেন নুরুল।
পরপর দুই বলে এলবিডব꧙্লু হয়ে মাহমুদউল্লাহ ও নুরুল ফিরলে 𒈔দলীয় ৫১ রানে দল হারায় ৪ উইকেট।
সোয়েপসনের ঘূর্ণিতেꦬ আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। সোয়েপসনের ফুললেংথের বলে স্লগ করতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তবে এর আগে করেছেন গুরুত্বপূর্ণ ২৮ রান।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের নায়ক আফিফ হোসেন আউ⛄ট হয়েছেন অ্যাশটন অ্যাগারের বলে। ১৭ বলে ২১ রান করে হেনরিকসের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। তরুণ ব্যাটসম্যান শামীম হোসেনও অ্যান্ড্রু টাইয়ের বলে শর্ট মিডউইকেটে ক্যারির হাতে ধরা পড়েছেন। ৮৩ রানে ৭ ব্যাটসম্যানকে হারিয়েছে বাংলাদেশ।
শেখ মেহে⛎দীর ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ২৩ রান।
অজিদে🌳র হয়ে সোয়েপসন ৩ হ্যাজলউড ২ এবং অ্যাগার ও টাই নিয়েছেন একটি 🏅করে উইকেট।